বাংলাদেশ তামাক বিরোধী জোট এর একটি প্রতিনিধি দল ৬ মার্চ ২০২৩, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর অতিরিক্ত মহাপরিচালক অজিয়র রহমানের সাথে সরাসরি স্বাক্ষাৎ করে। স্বাক্ষাৎকালে পার্বত্য এলাকায় তামাক চাষের মাধ্যমে নদ-নদীর পানি দূষণ এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়টি উপস্থাপন করে। বিগত সময়ে তামাক নিয়ন্ত্রণে অতিরিক্ত মহাপরিচালকের সহযোগিতার বিষয়টি উল্লেখ করে আগামীদিনগুলোতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উনার সহযোগিতা প্রত্যাশা করা হয়। অতিরিক্ত মহাপরিচালক মহোদয় জোট এর সদস্যবৃন্দের সাথে তামাক নিয়ন্ত্রণের নানা বিষয়ে আলোচনা করেন এবং দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।