English | Bangla
কার্যক্রম
২৯ মার্চ ২০১৪ তারিখ সকাল ১১ টায় ডাব্লিউবিবি সম্মেলন কক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বি.আই.পি) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট যৌথভাবে নগের সুস্থ ও প্রাণবন্ত পরিবেশ গড়ে তুলতে “পার্ক ও খেলার মাঠ সংরক্ষণ ও ব্যবহার উপযোগী  করার গুরুত্ব” শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে।   ...
উন্মূক্ত জনসমাগমস্থল, খেলার মাঠ ও পার্ক সংরক্ষণ এবং উন্নয়নের আহ্বান শহরে মানুষ যত বেশি ঐচ্ছিক কাজ যেমন বন্ধুর সঙ্গে সাক্ষাত করা, চারপাশের প্রকৃতি ও পরিবেশ দেখা, অন্যান্যদের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ এর জন্য সময় ব্যয় করবে ততই সামাজিকীকরণের সুযোগ বৃদ্ধি পায়। কিন্তু নগরে প্রতিটি এলাকায় উন্মূক্ত জনসমাগমস্থল না থাকায় মানুষ হয়ে পড়ছে ঘরবন্দী এবং অবশ্যিক কার্যকলাম যেমন অফিস, স্কুল, বাজার করার জন্যই বাইরে গিয়ে থাকে। যা সৃষ্টিশীলতার ক্ষেত্রেও বাধাস্বরূপ এবং সমাজে মাদকের ব্যবহার ও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। ...
২০ ডিসেম্বর ২০১০ তারিখে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দােলন রাজশাহীতে নানকিং দরবার হলের কনফারেন্স রুমে “রাজশাহীতে প্রত্যাশিত নগরায়ন, ট্রাফিক জ্যাম ও পরিবেশ” শীর্ষক সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনরে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ...
১৮ ডিসেম্বর ২০১০ তারিখে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দােলন রংপুরে তিলোত্তমা হোটেলে “রংপুরের প্রত্যাশিত নগরায়ন, ট্রাফিক জ্যাম ও পরিবেশ” শীর্ষক সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনরে প্রধান অতিথি ছিলেন রংপুরের মাননীয় মেয়র এ কে এম আব্দুর রউফ মানিক। ...
৯ ডিসেম্বর ২০১০ তারিখে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আন্দােলন, খুলনা বিশ্ববিদ্যালয় যৌথভাবে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে “খুলনায় প্রত্যাশিত নগরায়ন, ট্রাফিক জ্যাম ও পরিবেশ” শীর্ষক সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনরে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল মালেক এবং বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জু। ...