উন্মূক্ত জনসমাগমস্থল, খেলার মাঠ ও পার্ক সংরক্ষণ এবং উন্নয়নের আহ্বান শহরে মানুষ যত বেশি ঐচ্ছিক কাজ যেমন বন্ধুর সঙ্গে সাক্ষাত করা, চারপাশের প্রকৃতি ও পরিবেশ দেখা, অন্যান্যদের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ এর জন্য সময় ব্যয় করবে ততই সামাজিকীকরণের সুযোগ বৃদ্ধি পায়। কিন্তু নগরে প্রতিটি এলাকায় উন্মূক্ত জনসমাগমস্থল না থাকায় মানুষ হয়ে পড়ছে ঘরবন্দী এবং অবশ্যিক কার্যকলাম যেমন অফিস, স্কুল, বাজার করার জন্যই বাইরে গিয়ে থাকে। যা সৃষ্টিশীলতার ক্ষেত্রেও বাধাস্বরূপ এবং সমাজে মাদকের ব্যবহার ও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। ...