English | Bangla
কার্যক্রম
দিনে লালবাগ কেল্লা সংরক্ষণে মহামান্য হাইকোর্টের নির্দেশনার যথার্থ বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষিতে এবারও আদালতের নির্দেশনা সুকৌশলে অমান্য করার আংশঙ্কা করছে পরিবেশবাদী সংগঠনগুলো। লালবাগ রক্ষায় ইউনেস্কোর সুপারিশ অনুসারে লালবাগ কেল্লা সংরক্ষণের দাবি জানানো হয়। গত 29 জুন 2015 দুপুর ১২ টায় পবা কার্যালয়ে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), ডাব্লিউবিবি ট্রাস্ট, নাস,  প্রত্যাশা, পীস, ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্টুডেন্টস কনফেডারেশন, স্বচ্ছ ফাউন্ডেশন,  অরুণোদয়ের তরুণ দল,  অনির্বাণ সমাজ কল্যাণ সংস্থা, মান্তুল ফাউন্ডেশন,  গ্রীন মাইন্ড সোসাইটি,  আইনের পাঠশালা, ...
অন্যতম প্রধান প্রতœতাত্ত্বিক নিদর্শন মুঘল স্থাপত্য লালবাগ কেল্ল¬া অবৈধ দখলের খপ্পরে পড়েছে। কেল্লার দেয়াল ভেঙ্গে ভিতরে কার পার্কিয়ের জায়গা করা হচ্ছে। যা প্রতœ আইনের পরিপন্থী। দেশের প্রতœসম্পদ সংরক্ষণে সরকারের আর্থিক দৈন্যতার অজুহাত থাকলেও লালবাগের মতো স্থাপত্য ধ্বংসে খুব সহজেই টাকার বরাদ্দ মিলেছে। আমাদের ঐতিহ্যের ধারক লালবাগ কেল্লার প্রাচীর পুণনির্মাণ ও কেল্লার ভিতরের নির্মাণ কাজ অনতিবিলম্বে বন্ধ করে আগের আদলে ফিরিয়ে আনতে হবে। ২৭ জুন ২০১৫, সকাল ১১টায় লালবাগ কেল্লার সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ ইনস্টিটিউট ...
জুন বৃহস্পতিবার সকাল ১১টায় পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খানের নেতৃত্বে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), প্রত্যাশা, গ্রীন মাইন্ড সোসাইটি, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ বিভিন্ন সামাজিক সংগঠনের একটি দল পরিদর্শন করে ৩০০ বছরের প্রাচীর ভেঙ্গে কেল্লার ভিতরে পার্কিং অবকাঠামো নির্মাণে উদ্বেগ প্রকাশ করে। পরিদর্শন দলের কাছে এই সুস্পষ্ট যে কেল্লার উন্নয়নের নামে যা করা হচ্ছে তা লালবাগ কেল্লার মূল নকশার পরিপন্থি। অবিলম্বে কেল্লার দেওয়াল ভেঙ্গে বাগান বিনষ্ট করে গাড়ি পার্কিং তৈরি বন্ধ করতে হবে। যারা এই অপকর্মের সাথে ...
আসন্ন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে অদ্য ২২ এপ্রিল ২০১৫, বুধবার, সকাল ১০.০০ টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে ঢাকা শহরে নাগরিক সুযোগ-সুবিধাঃ মেয়রদের নিকট প্রত্যাশা শীর্ষক একটি মতবিনিময় সভা বি.আই.পি. মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  ...
সামাজিকতা, পরিবেশ, অর্থনীতি বিবেচনায় গণপরিসর ও উন্মূক্ত স্থানের গুরুত্ব অপরিসীম। ঢাকা মহানগরীতে এই সুবিধা সংকুচিত হওয়ায় ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার ও মুটিয়ে যাওয়ার ঝুঁকিসহ মানসিক চাপ বাড়ছে। সুস্থ পরিবেশে সামাজিকতা ও ব্যায়ামের সুবন্দোবস্ত করা হলে ঢাকা শহর হয়ে উঠতে পারে অর্থনৈতিক উন্নয়ন ও বসবাসের জন্য একটি উপযুক্ত স্থান। গণপরিসর ও উন্মূক্তস্থান বৃদ্ধিতে খাস অথবা ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করা যেতে পারে। গত 30 মার্চ  2015 সকাল ১১টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়ার্ক ফর এর বেটার বাংলাদেশ ট্রাস্ট’র যৌথ উদ্যোগে ...