English | Bangla
কার্যক্রম
শহরের বাসিন্দাদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ/পার্ক নেই। যা নগরবাসীর শারীরিক ও মানসিক সুস্থতার ক্ষেত্রে অন্তরায়। পাশাপাশি পাবলিক প্লেস এর স্বল্পতার কারণে সামাজিকীকরণের সুযোগও সীমিত হয়ে পড়েছে। প্রতিটি এলাকায় বাসার পাশে ছোট আকারে অব্যবহৃত স্থানসমূহে পাবলিক প্লেস তৈরি করা হলে সামাজিকীকরণে নগরবাসীর জন্য বাড়তি একটি সুবিধা হবে। তবে এগুলি পার্ক ও খেলার মাঠের বিকল্প নয়। এজন্য ছোট ছোট এ সকল পাবলিক প্লেস এর পাশাপাশি ধাপে ধাপে বিভিন্ন আকারের খেলার মাঠ/পার্ক থাকতে হবে। অর্থাৎ এলাকা, শহর এবং অঞ্চলভিত্তিক বিভিন্ন আকারের খেলার মাঠ/পার্ক ...
শহরের শিশুরা খেলাধূলার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় তারা শারীরিক চর্চা ও সামাজিকীকরণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে তারা আত্মকেন্দ্রিক হয়ে বেড়ে উঠছে। একে অপরের প্রতি সহযোগিতার মানসিকতা তাদের তৈরি হচ্ছে না। তাদের যথাযথ শারিরীক ও মানসিক বিকাশ এর লক্ষ্যে পার্ক ও খেলার মাঠসমূহ সংরক্ষণ এবং এ সকল স্থানে শিশু-কিশোরসহ সকলের খেলার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। আজ ০১ মার্চ ২০১৮, সকাল ১১.০০ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর আয়োজনে প্রতিষ্ঠানের কৈবর্ত সভাকক্ষে আয়োজিত ‘শিশু-কিশোরবান্ধব পার্ক ও খেলার মাঠের গুরুত্ব’ ...
বর্তমান নগর পরিকল্পনা ও নকশা প্রণয়নে শিশুদের অংশগ্রহণ নেই। শহরের পরিকল্পনায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের মতামতকে প্রধান্য দিয়ে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। শিশুদের মাঝে নগরের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে।  গত ৩ ডিসেম্বর ২০১৭, রবিবার সকাল ১০.০০টায় স্মার্ট সিটি ক্যাম্পেইন ২০১৭ উপলক্ষ্যে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর পরিবেশ বিজ্ঞান বিভাগ, লাইট অফ হোপ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে রায়ের বাজার বৈশাখী খেলার মাঠে “রং তুলিতে শিশুর স্বপ্নের শহর” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী ...
ও খেলার মাঠ নগরবাসীর সামাজিকীকরণ, বিনোদন, খেলাধুলা, মানসিক প্রশান্তি এবং শরীরচর্চার ক্ষেত্র সৃষ্টি করে। পাশপাশি উন্মুক্ত এ পরিসরগুলো নগরবাসীকে পরিবেশগত সুবিধা, সামাজিক ও ব্যক্তিগত কল্যাণ এবং সক্রিয় বিনোদনের সুযোগ করে দেয়। রায়েরবাজার ৩৪ নং ওয়ার্ডের ২ লক্ষ ৫০ হাজার জনগোষ্ঠীর জন্য বৈশাখী খেলার মাঠ ছাড়া আর কোন উন্মুক্ত স্থান নেই। মাঠে বসার ব্যবস্থা, নিরাপত্তা, বাতি ও পানির ব্যবস্থা করে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তিসহ সকলের প্রবেশগম্যতা নিশ্চিত করা প্রয়োজন। যা রায়েরবাজার এলাকার পরিবেশ উন্নয়নের পাশপাশি সুনাগরিক গড়ে তুলতে সহায়ক ...
২ নভেম্বর ২০১৬ সকাল ১১টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), গ্রীন ভয়েস, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, ইনস্টিটিউট অব ওয়েলবিং এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে “হকার পুনর্বাসনের জন্য গুলিস্তান পার্ক ব্যবহারের চিন্তা পরিহার করা হোক” শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ...