English | Bangla
কার্যক্রম
ও খেলার মাঠসমূহ নগরবাসীর সামাজিকীকরণ, বিনোদন, খেলাধুলা, মানসিক প্রশান্তি এবং শরীরচর্চার ক্ষেত্র। কিন্তু ঢাকা শহরের প্রতিটি কমিউনিটিতে পার্ক ও খেলার মাঠ সুনিশ্চিত হয়নি। আবার যে সকল এলাকায় মাঠ-পার্ক রয়েছে সেখানে নারী, প্রতিবন্ধী ব্যক্তি বিশেষ করে ৫ বছরের নিচের বয়সের শিশুদের মাঠ ব্যবহারের কোন সুযোগ নেই। মাঠ ও পার্ক উন্নয়নে ব্যবহারকারীদের বিশেষ করে শিশুদের চাহিদাগুলো উন্নয়ন পরিকল্পনায় প্রতিফলিত হওয়া প্রয়োজন। এতে করে মাঠ ও পার্কের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, হেল্থব্রিজ-কানাডা, ওয়ার্ক ফর এ ...
উত্তর সিটি কর্পোরেশন, হেল্থব্রিজ-কানাডা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, ব্লক বাই ব্লক এবং ইউএনহ্যাবিটেট সম্মিলিত উদ্যোগে মিরপুরের পাঁচটি ওয়ার্ডের (২,৪,৫,৭ এবং ৯ নং) ৬ টি স্থানের  পার্ক ও খেলার মাঠগুলোকে সকলের জন্য ব্যবহার উপযোগী করে তৈরির জন্য মাইনক্র্যাফ্ট খেলার মাধ্যমে এলাকাবাসী নকশা প্রণয়ন করেন। এলাকাবাসীর অংশগ্রহণে সকলের জন্য ব্যবহার উপযোগী মাঠের নকশা তৈরির এ উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এলাকাবাসীই জানেন যে কিভাবে মাঠের যথাযথ উন্নয়ন, ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ সম্ভব। গত ০৬ জুলাই ২০১৯ ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ...
 খেলার মাঠ বা পার্ক যারা ব্যবহার করে তাদের, বিশেষ করে শিশুদের চাহিদাগুলো মাঠের উন্নয়নে প্রতিফলিত হওয়া প্রয়োজন। তাহলেই একমাত্র একটি মাঠের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। এ প্রয়োজনীয়তাকে সামনে রেখে মাঠটিকে সকলের ব্যবহার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ১৫ অক্টোবর ২০১৮ সকাল ১১.০০টায় বৈশাখী খেলার মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনুমোদন সাপেক্ষে ইউএনহ্যাবিট্যাট এর আর্থিক সহযোগিতায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক রায়েরবাজার বৈশাখী খেলার মাঠে শিশু অঞ্চল তৈরির কার্যক্রমের উদ্বোধন করা হয়।  ...
শহরে পার্ক ও খেলার মাঠের গুরুত্ব অপরিসীম। কিন্তু ঢাকা শহরের প্রতিটি কমিউনিটিতে পার্ক ও খেলার মাঠ সুনিশ্চিত হয়নি। আবার যে সকল এলাকায় মাঠ-পার্ক রয়েছে তাও এলাকাবাসী যথাযথভাবে ব্যবহার করতে পারেন না। একটি মাঠ তখনই সকলের জন্য ব্যবহার উপযোগী হবে, যখন তাতে সকলের চাহিদার প্রতিফলন থাকবে। রায়েরবাজার ৩৪ নং ওয়ার্ডের বৈশাখী খেলার মাঠটিকে সকলের জন্য ব্যবহার উপযোগী করে তৈরির জন্য মাইনক্র্যাফ্ট খেলার মাধ্যমে এলাকাবাসী নকশা প্রণয়ন করেছেন। হেল্থব্রিজ-কানাডা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, ব্লক বাই ব্লক এবং ইউএনহ্যাবিটেট এর সম্মিলিতভাবে ...
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, ব্লক বাই ব্লক এবং ইউএনহ্যাবিটেট সম্মিলিতভাবে রায়েরবাজার বৈশাখী খেলার মাঠকে শিশুবান্ধব করার উদ্দেশ্যে এলাকাবাসীর অংশগ্রহণে মাইনক্রাফ্ট কর্মশালা আয়োজন করেছে। মাইনক্রাফ্ট মূলত পৃথিবী বিখ্যাত একটি খেলা। যার মাধ্যমে যে কোন নকশা তৈরি করা সম্ভব। রায়েরবাজার এলাকাবাসী এর মাধ্যমে বৈশাখী খেলার মাঠটিকে কিভাবে দেখতে চায় তার নকশা প্রণয়ন করবে। এ উদ্দেশ্যে ১১ এপ্রিল সকাল ৯.০০ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর কৈবর্ত সভাকক্ষে তিন দিনব্যাপী রায়েরবাজার এলাকার বিভিন্ন বয়সের নারী-পুরুষের অংশগ্রহণের মাধ্যমে এ কর্মশালার ...