রেলওয়ে একটি জনপ্রিয় রাষ্ট্রীয় সেবা সংস্থা। নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী বাহন হিসেবে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহন করায় উন্নত দেশগুলিতে রেলওয়ে সম্প্রসারণের কাজ চলছে। বাংলাদেশেও রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের কোন বিকল্প নেই। ইতিমধ্যে রেলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রেলের অন্যতম প্রাণশক্তি বা চালিকাশক্তি রেল কারখানাগুলোকে আধুনিকায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
রেলওয়ের লোকোমোটিভ, ক্যারেজ ও ওয়াগনগুলো রক্ষণাবেক্ষণ, মেরামত এবং নির্মাণ করার লক্ষ্যে রেল কারখানাগুলো প্রতিষ্ঠা করা হলেও তা আজও নানা কারণে ব্যহত হচ্ছে। কারখানাগুলোর বর্তমান ...