যাতায়াত শুধু সময় ও অর্থের অপচয় নয়, বিনোদন ও সুস্বাস্থ্যের একটা মাধ্যম হতে পারে। যাতায়াত সবসময় সরকার বা ব্যক্তি পর্যায়ে আর্থিক এবং পরিবেশগত ক্ষতি করে না। বিশেষ করে, ডাব্লিউবিবি ট্রাস্ট রেল ব্যবস্থার মাধ্যমে শহর ও গ্রামের মধ্যে সংযোগ স্থাপন, যানজট কমাতে গাড়ী নিয়ন্ত্রণ এবং অন্যান্য যাতায়াত মাধ্যমের জন্য জায়গা করে দিতে সাহায্য করে। ডাব্লিউবিবি ট্রাস্ট শহরের অভ্যন্তরে যোগাযোগ স্থাপনে পাবলিক ট্রানজিট, হাঁটা, সাইকেল ব্যবহার, রিক্শা ইত্যাদি পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহারকে উৎসাহিত করে যা স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানের জন্য কার্যকরী।