নারী, ব্দ্ধৃ, অসুস্থ ও প্রতিবন্ধীব্যক্তিসহ সকল শ্রেণীর মানুষের যাতায়াতের ক্ষেত্রে রিকশা সবচেয়ে সহজলভ্য বাহন। তা স্বত্বেও পরিবেশবান্ধব রিকশাকে সুবিধার পরিবর্তে কেবলমাত্র সমস্যা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। দেশের কয়েক লক্ষ শ্রমিক রিকশা পেশার সাথে সরাসরি যুক্ত থাকার পরও রিকশা চালকরা শ্রমিক হিসেবে তাদের অধিকার থেকে বঞ্চিত। রিকশা চলাচল বন্ধ করলে একদিকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ যেমন যাতায়াত সমস্যার সম্মুখীন হবেন, অপরদিকে একটি বিশাল সংখ্যক লোক বেকার হয়ে পড়বে। যা চালক এবং যাত্রীর উভয় এরই মানবাধিকার বাধাগ্রস্ত হবে। পাশাপাশি যান্ত্রিক যানের উপর ...