ঢাকা শহরে সড়ক দূর্ঘটনায় প্রতিদিন গড়ে একজন পথচারী মারা যায় এবং পঙ্গুত্ব বরণ করেন অনেকেই। ঢাকার সড়ক যেন পথচারীর জন্য মৃত্যুফাঁদ। ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৩৭ শতাংশ প্রাইমারী ট্রিপ হেঁটে যাতায়াত হয়। এছাড়া যারা পাবলিক পরিবহনে (বাস, টেম্পু, রিকশা) যাতায়াত করেন এরাও একটা নির্দিষ্ট দূরত্ব হাঁটেন। যাতায়াতের প্রায় প্রতিটি ট্রিপ এর শুরু এবং শেষ হয় হেঁটে। এজন্য বলা হয়, ঢাকার ৯৫ভাগ পথচারী। তাই ঢাকার ৯৫ভাগ মানুষের নিরাপদে হাঁটার পরিবেশের দাবি জানিয়েছে ১১টি বেসরকারি সংগঠন। ...