সড়ক দূর্ঘটনায় যারা মারা যায় তার প্রায় অর্ধেক পথচারী। ঢাকা শহরে প্রতিদিন গড়ে একজন পথচারী সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করে। পথচারীবান্ধব প্রশস্ত ও সমান্তরাল ফুটপাথ এর অভাব, ফুটপাথে যানবাহনের অবৈধ পার্কিং ও অন্যান্য প্রতিবন্ধকতা, পর্যাপ্ত জেব্রা ক্রসিং-এর অভাবও পথচারীদের দূর্ঘটনায় নিহত বা আহত হবার জন্য কারণ। আইন অমান্য করে চালকদের বেপরোয়া গতিতে যান চালানোর পাশাপাশি পথচারীদের অসতর্কতাও এর জন্য দায়ী। এজন্য যথাযথ নীতি, আইন প্রণয়ন ও পালন, অবকাঠামো তৈরি এবং সচেতনতার মাধ্যমে হাঁটার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা সম্ভব। গত ২২ ...