English | Bangla
কার্যক্রম
গত ১২ সেপ্টেম্বর ২০০৫ তারিখে মানুষের জন্য রাস্তা এবং জাব্লিউবিবি ট্রাস্টের আয়োজনে তেলের উপর নির্ভরতা কমানোর জন্য সাইকেলের ব্যবহার বাড়ানোর দাবিতে সাইকেল র‌্যালির আয়োজন করা হয়।  ...
গত ৭ সেপ্টেম্বর ২০০৫ তারিখে ডাব্লিউবিবি ট্রাস্টের সহায়তায় মানুষের জন্য রাস্তা একটি অবস্থান কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মাধ্যমে যাতায়াতের মাধ্যম হিসেবে জ্বালানি মুক্ত পরিবহনকে প্রাধান্য দেয়ার কথা বলা হয়। নিত্য প্রয়োজনিয় পন্য সামগ্রীর দাম বাড়ার অন্যতম কারণ হল তেলের দাম বৃদ্ধি পাওয়া। পরিবেশ বান্ধব ট্রেন,  জ্বালানী মুক্ত পরিবহন যেমন রিকশা ভ্যান, রিক্সা, বাইসাইকেল ব্যবহার এর জন্য উত্সাহিত করা উচিত যা সহজেই পাওয়া যায়। ...
গত ১৬ আগষ্ট ২০০৫ তারিখে মানুষের জন্য রাস্তা এবং ডাব্লিউবিবি ট্রাস্ট এর আয়োজনে মতিঝিল হতে ইত্তেফাত মোড় এবং প্রেসক্লাব হতে এলিফ্যান্ট রোড পর্যন্ত রিকশা বন্ধের প্রতিবাদে এক সাইকেল র‌্যলির করা হয়। র‌্যালির মাধ্যমে রিকশার এবং সাইকেলের জন্য আলাদা লেনের দাবি করা হয়। ...
গত ৫ জুন ২০০৫ ডাব্লিউবিবি ট্রাস্টের সহায়তার মানুষের জন্য রাস্তা একটি সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালির মাধ্যমে সবুজ নগরি গড়ার জন্য সাইকেল এর গুরুত্ব তুলে ধরা হয়। ...
৯ মে ২০০৫ তারিখে মানুষের জন্য রাস্তা, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং উষা যৌথভাবে সাইকেল এর উপর কর বৃদ্ধি বন্ধের দাবিতে একটি ব্যানার র‌্যালীর আয়োজন করে। ...