English | Bangla
কার্যক্রম
গত ৮ সেপ্টেম্বর ২০১৫, সকাল ১১ টায় রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডস্থ আবাহনী মাঠের সম্মুখে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), অরুণোদয়ের তরুণ দল, মাস্তুল ফাউন্ডেশন, সহায় উন্নয়ন সংস্থা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত ‘হাঁটার প্রতিবন্ধকতা দূরীকরণ ও যানজট হ্রাসে ফুটপাত ও সড়কের অবৈধ পার্কিং বন্ধে উদ্যোগ নিন’ শীর্ষক অবস্থান কর্মসূচীতে বক্তারা একথা বলেন।  ...
গত ১৩ আগস্ট ২০১৫ সন্ধ্যা ৬.৩০ মিনিটে ইনিস্টিটিউট অব ওয়েলবিঙ্গ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ইনিস্টিটিউট অব প্ল্যাানার্স (বিআইপি), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সমন্বিত উদ্যোগে ধানমন্ডির ছায়ানট সাংস্কৃতিক সেন্টার এর রামেস চন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে জলবায়ৃ পরিবর্তনের প্রভাব এবং করণীয় বিষয়ে“জোয়েল ক্রফোর্ড” পরিচালিত “ জবপড়াবৎরহম ভৎড়স উরংৎঁঢ়ঃরড়হ” শীর্ষক প্রামাণ্য চিত্রের উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়।  ...
২২ সেপ্টেম্বর, ২০১৩ ইং সকাল ১১.০০ (এগার) ঘটিকার সময় ডাব্লিউবিবি ট্রাস্ট ও ইস্টার্ন ইউনিভার্সিটি  এর যৌথ উদ্যোগে ধানমন্ডিতে যানজট হ্রাসে প্রাইভেট কার নয়, হেঁটে স্কুলে যাই হাঁটার উপযোগী পরিবেশ চাই এর জন্য মানববন্ধন ও প্রচারণা কর্মসূচী অনুষ্ঠানের আয়োজন  করে। ...
২৪ সেপ্টেম্বর, ২০১৩ ইং সকাল ১১.০০ (এগার) ঘটিকার সময় ডাব্লিউবিবিট্রাস্ট ও বিসিএইচআরডি  এর যৌথ আয়োজনে যানজট হ্রাসে প্রাইভেট কার নয়, হেঁটে স্কুলে যাই হাঁটার উপযোগী পরিবেশ চাই এর জন্য প্রচারণা কর্মসূচী অনুষ্ঠানের আয়োজন  করে। ...
২৪ সেপ্টেম্বর,২০১৩ বর্ণালী ও ডাব্লিউবিবি ট্রাষ্ট এর উদ্যাগে সকাল ১১.০০ (এগার) ঘটিকার সময়  ডাঃ খা¯Íগীর সরকারী বালিকা বিদ্যালয় ও এ জি চার্জ স্কুলের সম্মূখ স্থান জামালখান রোডে  বর্ণালী ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর যৌথ আয়োজনে যানজট হ্রাসে প্রাইভেট কার নয়, হেঁটে স্কুলে যাই হাঁটার উপযোগী পরিবেশ চাই এর জন্য প্রচারণা কর্মসূচী অনুষ্ঠানের আয়োজন করা হয় । ...