English | Bangla
কার্যক্রম
আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট স্টাডি ২০১০ অনুযায়ী, ঢাকা শহরে ৩০ শতাংশ স্কুল ট্রিপ হয় পায়ে হেঁটে। ঢাকা শহরে হাঁটার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা স্বত্বেও ৩০ শতাংশ শিক্ষার্থী হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করে। নগর পরিকল্পনায় যদি বিদ্যালয়ে হাঁটা ও সাইকেলে যাতায়াতের উপযোগী পরিবেশ সৃষ্টিকে যথাযথ গুরুত্ব দেয়া হয় তাহলে শিক্ষার্থীরা হাঁটা ও সাইকেল চালানোয় আগ্রহী হয়ে উঠবে। শিশুদের জন্য হেঁটে যাতায়াতের নিরাপদ পরিবেশ নিশ্চিত হলে সকল বয়স ও সক্ষমতার নাগরিকদের জন্যই তা উপকারি হবে। ব্যক্তিগত গাড়ি বা যান্ত্রিক যানের পরিবর্তে হেঁটে ও সাইকেলে ...
যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীরা কি ধরণের সমস্যার মুখোমুখি হয় ও সমাধান হিসেবে তাদের প্রত্যাশা এবং পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়ে হেঁটে যাতায়াতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২৭ এবং ২৮ অক্টোবর ২০২১ সকাল ১০.০০ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর কৈবর্ত সভাকক্ষে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, এ্যাস্ট্রাজেনেকা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে “অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিদ্যালয়ে হেঁটে যাতায়াত” শীর্ষক কর্মশালা আয়োজন করা হয় এবং এ কর্মশালায় উপস্থিত বক্তারা এ ...
মোট কার্বন নির্গমনের ২৫% এর কারণ যান্ত্রিক যান। প্রতিদিন বিদ্যালয়ে একটি বড় সংখ্যক ট্রিপ হয়। এ ট্রিপগুলো যদি হেঁটে বা সাইকেলে সংঘটিত হয়, তাহলে উল্লেখযোগ্য হারে কার্বন নির্গমন কমিয়ে আনা ও জলবায়ু বিপর্যয় রোধে অবদান রাখা সম্ভব। বিদ্যালয়ে হেঁটে ও সাইকেলে যাতায়াতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর অক্টোবর মাসকে ‘একটিভ এন্ড সেফ রুট টু স্কুল’ ( Active and Safe Routes to School ) মাস হিসেবে পালন করা হয়। বিদ্যালয়ে হেঁটে ও সাইকেলে যাতায়াতের মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও ...
বাংলাদেশে ৬৭% মৃত্যুর কারণ অসংক্রামক রোগ। প্রয়োজনীয় শারীরিক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, তামাক সেবন, মদ্যপান সর্বোপরি অস্বাস্থ্যকর জীবনাচারের কারণে অসংক্রামক রোগে আক্রান্ত ও মৃত্যুর হার প্রতিনিয়ত বেড়ে চলেছে। সর্বশেষ আদমশুমারীর তথ্য অনুযায়ী বাংলাদেশে অনুর্দ্ধ ১৫ বছরের শিশুদের সংখ্যা ৫ কোটি ৮০ লক্ষেরও বেশি। যাদের জন্য পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের সুযোগ নেই। ফলে তারা অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। শিশুদের জন্য বিদ্যালয়ে হেঁটে যাতায়াত তাদের শারীরিক পরিশ্রমের চাহিদা পূরণের একটি সমাধান হতে পারে। নিয়মিত হেঁটে বিদ্যালয়ে যাতায়াতের মাধ্যমে যেমন শারীরিক স্বাস্থ্য ...
পরিশ্রমের অভাবে শিশুদের মধ্যেও অতিরিক্ত ওজন, টাইপ ২ ডায়াবেটিস, নিদ্রাহীনতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং তাদের মধ্যে নেতিবাচক মানসিকতার প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। নগরে খেলার মাঠ না থাকা এবং বাসা বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় শিশুদের প্রয়োজনীয় শারীরিক পরিশ্রম হয় না। প্রতিদিন ¯ু‹লে হেঁটে যাতায়াতের মাধ্যমে শিশুরা প্রয়োজনীয় শারীরিক পরিশ্রম পেতে পারে। এছাড়া ঢাকা শহরের অন্যতম সমস্যা যানজট, যা বিদ্যালয়ে যাওয়া এবং আসার সময়টাতে মারাত্মক আকার ধারণ করে, স্কুলে হেঁটে যাতায়াতের মাধ্যমে হ্রাস করা সম্ভব। কিন্তু হাঁটার যথাযথ পরিবেশ না ...