আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৮ সালে এমপাওয়ার (MPOWER) প্যাকেজ ঘোষণা করে। বাংলাদেশে ২০০৮ সাল থেকেই এমপাওয়ার প্যাকেজের আলোকে বিভিন্ন কার্যক্রম শুরু হয়। বিশেষ করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিনড়ব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এমপাওয়ার-এর বিভিনড়ব নীতির আলোকে কাজ করছেন। এমপাওয়ার পলিসি প্যাকেজের বাস্তবায়ন বাংলাদেশে কি অবস্থায় রয়েছে তা জানার লক্ষ্যে পরিচালিত গুণগত গবেষণার আলোকে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ...