বিড়ি-সিগারেটের ধোঁয়ায় নিকোটিন, কার্বন মনোক্সাইড, ডিডিটি, আর্সেনিক, মিথানল, টারসহ চার হাজার (৪০০০) তিকর রাসায়নিক পদার্থ রয়েছে। ধূমপান শুধু ধূমপায়ীরই ক্ষতিকরে না, আশেপাশের অধূমপায়ীদেরও ক্ষতিকরে। যারা ধূমপান করে না, তারাও পরোক্ষ ধূমপানের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই আজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ধূমপানমুক্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধূমপায়ী ছাত্রী-ছাত্রী ও শিক্ষক-কর্মকর্তাদের পরো ধূমপানের ক্ষতিকর দিক থেকে রক্ষায় ৩১ মে ২০১০ দুপুর সাড়ে ১২টায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
...