১৬ জুলাই, ২০১৮ সকাল ১১টায় ডাব্লিউবিবি ট্রাস্টের কৈবর্ত সভাকক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র আয়োজনে “তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে বিজ্ঞাপন বন্ধে চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে রক্ষা, সর্বোপরি ২০৪০ সালের মধ্যে “তামাকমুক্ত বাংলাদেশ” গড়ে তোলার প্রত্যয় বাস্তবায়নে তামাক নিয়ন্ত্রণ আইনে উল্লেখিত সকল প্রকার তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা বন্ধের বিধান বাস্তবায়ন করা জরুরী। ...