English | Bangla
কার্যক্রম
নিয়ন্ত্রণ আইনের অনেক দুর্বলতা রয়েছে। কার্যকরভাবে তামাক নিয়ন্ত্রণের জন্য এ দুর্বলতাগুলো দূর করতে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন প্রয়োজন। ০৩ ফেব্রুয়ারী ২০১১ সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। নাটাব এর যুগ্ম সম্পাদক খায়ের উদ্দিন মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এর সমন্বয়কারী ডাঃ ইকবাল কবীর। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সাইন্স বিভাগের ...
তামাকজাত দ্রব্য হিসেবে সাদা পাতা, জর্দ্দা, গুলসহ সকল ক্ষতিকর তামাকজাত দ্রব্যকে তামাক নিয়ন্ত্রণ আইনে অন্তর্ভূক্ত করা উচিত । “মহিলা এবং শিশুদের তামাকের ক্ষতিকার প্রভাব থেকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইনের উন্নয়ন” শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।  ...
সরকার জনগণের চাহিদাকে প্রাধান্য দিতে তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ পাশ করেছে। কিন্তু আইনের দুর্বলতার কারণে সুবিধা নিচ্ছে তামাক কোম্পানি। তাই জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে দ্রুত আইন উন্নয়নের দাবীতে ৯ অক্টোবর ২০১০ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয় ...
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে জাতীয় প্রেসক্লাব এর সামনে লিফলেট ক্যাম্পেইন এর আয়োজন করে। উক্ত ক্যাম্পেইন এ নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মানবিক, প্রত্যাশা একটি মাদক বিরোধী সংগঠন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।   ...
তামাক নিয়ন্ত্রণ আইনের উন্নয়ন জরুরি কারণ এই আইনের দুর্বলতার জন্য প্রত্যক্ষভাবে ৫৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডাব্লিউবিবি ট্রাস্ট এবং স্কোপ এর যৌথ উদ্যোগে ৪ মে ২০১০ বলিশাল বিভাগীয় কর্মশালায় বক্তারা এ কথা বলেন। ...