১৬ জানুয়ারি ২০১৯ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র আয়োজনে “তামাক নিয়ন্ত্রণে দ্রুত পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হোক” শীর্ষক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সুনির্দিষ্ট কর্ম-পরিকল্পনা না থাকায় ২০৪০ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী “তামাকমুক্ত বাংলাদেশ” গড়ে তোলার লক্ষ্যমাত্রা অর্জন ব্যহত হচ্ছে। ফলে তামাক নিয়ন্ত্রণে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। জনস্বাস্থ্য উন্নয়নে সরকারের অতীত সাফল্যের ধারা অব্যাহত রাখতে অবিলম্বে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি, তামাক কর নীতি, তামাক চাষ নিয়ন্ত্রণ নীতি চূড়ান্ত করা জরুরী। ...