English | Bangla
কার্যক্রম
তামাক নিয়ন্ত্রণে সক্রিয় অবদান এর স্বীকৃতি হিসাবে তামাক বিরোধী সার্ক সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ। আবু ধাবীতে চলমান (১৭-২১ মার্চ) ১৬তম তামাক অথবা বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে এ সম্মাননা প্রদান করা হয়। ভারতের ক্যান্সার এইড সোসাইটি কর্তৃক প্রবর্তিত এ সম্মাননা দক্ষিণ এশিয়ান ৮টি দেশের মধ্যে একজনকে প্রদান করা হয়। বিরল এ সম্মাননা আবু ধাবীর যুক্তরাষ্ট্রের প্রাক্তন সার্জন জেনারেল এর নামাঙ্কৃত ‘লুথার জে টেরি এওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রদান করা হয়।  সার্কভূক্ত সবগুলো দেশের মধ্যে তামাক নিয়ন্ত্রণে ...
২০০০ সালে দক্ষিন এশিয়া অঞ্চলে তামাক বিরোধী প্রচারণা জোরদার করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে সিয়েট ফ্লেইম SEAAT (South East Asian Anti-Tobacco) Flame নামে এক আলোক  মশাল নিয়ে প্রচারণা কার্যক্রম শুরু করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট সম্মিলিতভাবে সারাদেশে এ মশালটি প্রদক্ষিনের উদ্যোগ গ্রহন করে। ডাব্লিউবিবি ট্রাস্টের একটি সংগীত দল গঠন করে। এ সংগিত দলটি মশালসহ সারা দেশে বিভিন্ন স্থানে প্রর্দক্ষিন করে।  ...
১৯৯৯ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটি) তাদের একটি বিশেষ ব্রান্ডের প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে ভয়েজ অব ডিসকভারি নামে একটি ইয়ট (নৌযান) নিয়ে প্রচারণা শুরু করে। ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করে  পৃথিবীর প্রায় ১৭টি দেশ পরিভ্রমণ করে নৌযানটির শেষ গন্তব্য ছিল বাংলাদেশ। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ-র বিভিন্ন তামাক বিরোধী সংগঠনের সাথে যোগাযোগ করে এবং সম্মিলিতভাবে তামাক কোম্পানির প্রচারণা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে।  সংগঠনগুলো জোটবদ্ধভাবে আন্দোলন পরিচালনার জন্য গঠন করে বাংলাদেশ তামাক বিরোধী জোট।  ...