English | Bangla
কার্যক্রম
তামাক নিয়ন্ত্রণ নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে তামাক কোম্পানীর প্রভাব প্রতিহত করতে এফসিটিসি এর আর্টিক্যাল ৫.৩ অনুসারে গাইড লাইন প্রণয়নের দাবী করেছে তামাক বিরোধী সংগঠনগুলো। ২৬ অক্টোবর ২০১৫ সকাল ১০.৩০ মিনিটে আনসারী ভবনের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সম্মেলন কক্ষে, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং ডাব্লিউবিবি ট্রাস্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত Discussion on FCTC Article 5.3 and violations of law by the tobacco industries শীর্ষক  আলোচনা সভায় বক্তরা এফসিটিসির আর্টিক্যাল ৫.৩ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে এ কথা বলেন। ...
তামাক মানুষের মৃত্যুর জন্য সরাসরি দায়ী। তাই সরকার জনস্বাস্থ্য রক্ষা ও তামাকজনিত মৃত্যু কমাতে তামাক নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু তামাক কোম্পানিগুলো তামাকের নেশায় মানুষকে ধাবিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের নানাভাবে বিভ্রান্ত করে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নকে বাধাগ্রস্থ করছে।   ...