English | Bangla
কার্যক্রম
সারাদেশেই তামাক কোম্পানীগুলো যত্রতত্র তামাকজাত দ্রব্য বিক্রয়স্থল গড়ে তুলছে। সহজ লভ্যতা ও সহজ প্রাপ্যতার জন্য এসকল এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছেলেমেয়েরা তামাকজাত দ্রব্য সেবনে উৎসাহী হয়ে উঠছে। এ অবস্থা থেকে উত্তোরণে যত্রতত্র বিক্রয় নিষিদ্ধে সকল ধরনের তামাকজাত দ্রব্য বিক্রয়ে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা জরুরী। ...
বহুমাত্রিক ক্ষতি কমিয়ে আনতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৩ সালে চুড়ান্ত করেছে আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি ‘ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল’ (এফসিটিসি)। এর একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল ৫, যেখানে তামাক নিয়ন্ত্রণের জন্য অনুসরণযোগ্য বাধ্যবাধকতা উল্লেখ রয়েছে। জনস্বাস্থ্য উন্নয়ন ও কার্যকর তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে এফসিটিসির আর্টিকেল ৫.৩ এর আলোকে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলসহ সব সরকারি প্রতিষ্ঠানের কোড অব কন্ডাক্ট বা অনুসরণীয় নীতিমালা গ্রহণ করা জরুরি। ২৭ ডিসেম্বর সকাল ১১টায় ডাব্লিউবিবি ট্রাস্ট’র আয়োজনে রায়েরবাজারে সংস্থার নিজ কার্যালয়ে আয়োজিত এফসিটিসি আর্টিকেল ৫.৩ বাস্তবায়নে খসড়া কোড অব কন্ডাক্ট ...
‘তামাক নিয়ন্ত্রণে এফসিটিসি আর্টিকেল ৫.৩ বাস্তবায়নে করনীয়’ শীর্ষক বরিশাল বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর, ২০১৬ সকাল ১০টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে কমিশনার মো. গাউস এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আবু জাফর, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইসরাত জাহান, বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন স্কোপ এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন প্রমূখ। ...
নভেম্বর, ২০১৬ সকালে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র আয়োজনে রায়ের বাজারে সংস্থার নিজস্ব কনফারেন্স রুমে একটি মতবিনিময় সভায় জানানো হয়, ধূর্ত তামাক কোম্পানিগুলো তামাক নিয়ন্ত্রণসহ জনস্বাস্থ্য উন্নয়নে গৃহিত সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করতে নানারকম কূট-কৌশলের আশ্রয় নেয়। এজন্য তামাক কোম্পানিগুলো বিভিন্ন দেশে দূর্নীতিকেও উৎসাহিত করেছে। বাংলাদেশেও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি দুর্নিতীর আশ্রয় নিয়েছে। এ ধরণের অপচেষ্টাকে কঠিনভাবে প্রতিহত করতে আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) এর আর্টিকেল ৫.৩ অনুযায়ী সব সরকারি প্রতিষ্ঠানে নীতিমালা (কোড অব কন্ডাক্ট) গ্রহণ করা ...
নভেম্বর, ২০১৬ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানির পরিচালনা পর্ষদ হতে সরকারী কর্মকর্তাদের প্রত্যাহারের দাবীতে” আয়োজিত অবস্থান কর্মসূচিতে জানানো হয়, জনস্বাস্থ্য রক্ষায় তামাকজাত পণ্য উৎপাদন, বিপণন ও ব্যবহার নিরুৎসাহিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে যা বিশ্বব্যাপি প্রশংসিত। কিন্তু, তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের এমন ঈর্ষণীয় অগ্রগতির পাশাপাশি কয়েকটি অসঙ্গতি তামাক নিয়ন্ত্রণে সরকারের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। যেমন: প্রাণঘাতী তামাকজাত পণ্য ব্যবসায়ী ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ (বিএটিবি) কোম্পানিতে সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ১১.৪৫ শতাংশ শেয়ার এবং এ কোম্পানির ...