English | Bangla
কার্যক্রম
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর উদ্যোগে ২৬ জানুয়ারি ২০১৩ বিলিয়া মিলনায়তনে অসংক্রামক রোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে উদ্বোধনী পর্বে আলোচনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ড. মোস্তফা জামান, ঢাকার সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন খান, ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। ...
কোমল পানীয়, এনার্জি ড্রিংক্স, প্যাকেটজাত জুস এসবই মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব ক্ষতিকর পানীয় সেবন ডায়বেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারসহ অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। তাই এসব ক্ষতিকর পানীয় বিজ্ঞাপন নিষিদ্ধ করা দরকার। ১৫ নভেম্বর ২০১২ সকালে কক্সবাজারের সার্কিট হাউজসংলগ্ন কোস্ট ট্রাস্ট মিলনায়তনে  অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয় ...
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর উদ্যোগে ১৮ অক্টোবর শ্রীমঙ্গল ফাউন্ডেশন মিলনায়তনে  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে উদ্বোধনী পর্বে আলোচনা করেন ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, শ্রীমঙ্গল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক তাহেরা খানম, ডাব্লিউবিবি ট্রাস্ট এর ন্যাশনাল এডভোকেসি কর্মকর্তা মারুফ রহমান। ...
০৪ অক্টোবর ২০১২ সকালে যশোরের বাঁচতে শেখা মিলনায়তনে  অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। জাতীয় পর্যায়ে অধিকার ভিত্তিক সংগঠন ডাব্লিউবিবি ট্রাস্ট এবং খুলনা বিভাগীয় সংগঠন র‌্যাক, সাফ, মাকস, পিজেএস এর উদ্যোগে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।   ...
পানীয়, এনার্জি ড্রিংক্স, প্যাকেটজাত জুস, চিপস, ফাস্ট ফুড, ধূমপান ও তামাকের ব্যবহারের কারণে দেশে ডায়বেটিস, ক্যান্সার, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ফুসফুসের নানা রোগসহ অসংক্রামক রোগের প্রকোপ বেড়ে যাচ্ছে। এসব রোগ নিয়ন্ত্রণে কোমল পানীয়, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি। বরিশাল প্রেসক্লাবে দিনব্যাপী বিভাগীয় কর্মশালায় বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ডাব্লিউবিবি ট্রাস্ট, সেভ দ্যা কোস্টাল পিপল (স্কোপ), ইয়েস বাংলাদেশ ও সোসিও ইকোনিমিক রিসোর্স সেন্টার (এসইআরসি) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী বিভাগীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর ন্যাশনাল ...