English | Bangla
কার্যক্রম
ডায়বেটিস, ক্যান্সার, হৃদরোগ, উচ্চরক্তচাপ, হার্ট এটাক, এজমা ইত্যাদি অসংক্রামক রোগ বাংলাদেশে বেড়ে যাচ্ছে। মূলত, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে এসব রোগ বৃদ্ধি পাচ্ছে। কোমল পানীয়, প্যাকেটজাত জুস, এনার্জি ড্রিংক্স ও ফাস্ট ফুড, জাঙ্কফুড সেবন, ধূমপান ও সাদাপাতা-গুল-জর্দাসহ চর্বনযোগ্য তামাক সেবন, সব রকম মাদক সেবন মানুষকে ক্রমান্বয়ে অসুস্থ্য করে তোলে। বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি করে। এসব অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। ...
ডাব্লিউবিবি ট্রাস্ট রাজশাহী বিভাগীয় সংগঠন বিআইসিডি, বউকস, রানী এবং বিসিডিপি-র যৌথভাবে রাজশাহীস্থ এনজিও ফোরামের প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ জুলাই ২০১২ তারিখে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীতিবিশ্লেষক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, বিআইসিডি’র নির্বাহী পরিচালক নাজমুদ হুদা নয়ন, বিসিডিপি’র নির্বাহী পরিচালক মো. আলতাব হোসেন, রানী’র প্রধান নির্বাহী মো. ফজলুল হক খান। এতে সভাপতিত্ব করেন বউকস এর নির্বাহী পরিচালক মো. হাসিনুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর উন্নয়ন কর্মকর্তা শারমিন আক্তার রিনি। ...