আমাদের মৌলিক অধিকার। জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১ এর মূল লক্ষ্য হল রোগ প্রতিরোধ করা। রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধই উত্তম। বাংলাদেশে হৃদরোগ, ষ্ট্রোক, ক্যান্সার, শ্বাসনালীর বাধাজনিত রোগ এবং ডায়বেটিস এই কয়েকটি অসংক্রামক রোগেই প্রায় অর্ধেক মৃত্যু সংঘটিত হয়। সহায়ক পরিবেশ বজায় রাখার মাধ্যমে এই সম¯Í রোগের ঝুঁকি প্রায় অর্ধেক পরিমাণে হ্রাস করা সম্ভব। এজন্য তামাকজাত পণ্যের উপর স্বাস্থ্য কর হিসেবে সারাচর্জ থেকে প্রাপ্ত অর্থের সদ্ব্যবহার জরুরী। একটি স্বতন্ত্র সংস্থার অধীনে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন, তদারকি ও মূল্যায়নের ভিত্তিতে সেটি সম্ভব। সেক্ষেত্রে ...