English | Bangla
কার্যক্রম
২৯ আগষ্ট, ২০১৫ সন্ধ্যায় রোগ-প্রতিরোধে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে "বাংলাদেশ তামাক বিরোধী জোটের" প্রতিনিধিদের সাক্ষাৎ করেন। তামাকজাত পণ্যের উপর কর হিসেবে সারচার্জ থেকে প্রাপ্ত অর্থের সদ্বব্যবহারের জন্য হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন জরুরি। হেলথ প্রমোশন ফাউন্ডেশনের কাজ হবে স্বতন্ত্র সংস্থার অধীনে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন, তদারকি ও মূল্যায়নের ভিত্তিতে হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে সাক্ষাতে এই আহ্বান জানায় বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধিরা। ...
আমাদের মৌলিক অধিকার। জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১ এর মূল লক্ষ্য হল রোগ প্রতিরোধ করা। রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধই উত্তম। বাংলাদেশে হৃদরোগ, ষ্ট্রোক, ক্যান্সার, শ্বাসনালীর বাধাজনিত রোগ এবং ডায়বেটিস এই কয়েকটি অসংক্রামক রোগেই প্রায় অর্ধেক মৃত্যু সংঘটিত হয়। সহায়ক পরিবেশ বজায় রাখার মাধ্যমে এই সম¯Í রোগের ঝুঁকি প্রায় অর্ধেক পরিমাণে হ্রাস করা সম্ভব। এজন্য তামাকজাত পণ্যের উপর স্বাস্থ্য কর হিসেবে সারাচর্জ থেকে প্রাপ্ত অর্থের সদ্ব্যবহার জরুরী। একটি স্বতন্ত্র সংস্থার অধীনে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন, তদারকি ও মূল্যায়নের ভিত্তিতে সেটি সম্ভব। সেক্ষেত্রে ...
আগস্ট সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ কে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছে একটি প্রতিনিধি দল। হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির আহŸান জানিয়েছেন ডাব্লিউবিবি ট্রাস্ট’র প্রকল্প কর্মকর্তা নাজনীন কবীর, ন্যাশনাল এডভোকেসি কর্মকর্তা সৈয়দা অনন্যা রহমান, ন্যাশনাল মিডিয়া এডভোকেসি কর্মকর্তা সৈয়দ সাইফুল আলম, প্রোগ্রাম কর্মকর্তা ফাহমিদা ইসলাম মায়ানমার এর স্বেচ্ছাসেবী নিয়েন লিন কেও, সহকারী প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার, টোবাকো কন্ট্রোল ...
হৃদরোগ, স্ট্রোকসহ অসংক্রামক রোগে মানুষের মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এ সকল রোগ প্রতিরোধের জন্য হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠন করা জরুরি। এ বিষয়ে সংসদীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন স্বাস্থ্য ইস্যু নিয়ে কর্মরত সংগঠনের প্রতিনিধিরা। ২ আগস্ট দুপুরে জাতীয় সংসদ ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে দেখা করে তাদের এই দাবির কথা তুলে ধরেন। এ সময় আন্তর্জাতিক সংস্থা দি ইউনিয়ন-এর কারিগরি পরামর্শক সৈয়দ মাহবুবুল আলম, প্রটেক্ট টু জার্নালিস্ট-এর নির্বাহী পরিচালক নিখিল ভদ্র, ...
তামাক ও তামাকজাত দ্রব্যের ওপর আরোপিত স্বাস্থ্য কর থেকে প্রাপ্ত অর্থের কার্যকর ব্যয় ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য উন্নয়নে ইতিবাচক উদ্যোগ গ্রহণের জন্য হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। শনিবার ২ মে বিকাল সাড়ে ৪টায় পবা কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা থেকে এ দাবি উঠে আসে। ...