English | Bangla
কার্যক্রম
 জেন্ডার সমতা নিশ্চিতে গৃহস্থালী কাজের অর্থমূল্য পরিশোধ নয় বরং নারীদের প্রাপ্য সম্মান প্রদান ও গৃহস্থালী কাজে পুরুষের অংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক। ২৮ র্মাচ ২০২২ সকাল ১১.০০ টায় ওর্য়াক ফর এ বেটার বাংলাদশে ট্রাস্ট র্কতৃক সংস্থার কৈবর্ত সভাকক্ষে আয়োজতি “ভবিষ্যৎ উন্নয়ন এবং অগ্রযাত্রায় জেন্ডার সমতা নিশ্চিতে করণীয়” র্শীষক মতবিনিময় সভার আয়োজন করা হয় ...
ডাব্লিউবিবি ট্রাস্ট কর্তৃক “অন্তর্ভূক্তিকরণ সমাজ গঠনের লক্ষ্যে: গনপরিসরে নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশ” গবেষণায় নারী,শিশু ও প্রতিবন্ধীব্যক্তিদের ঢাকার গণপরিসরে ব্যবহারে প্রবেশগম্যতাসহ নানা প্রতিবন্ধকতা উঠে এসেছে। আজ  ২৫ অক্টোবর ২০১৭ ডাব্লিউবিবি ট্রাস্টের সভাকক্ষে “গণপরিসরে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা” শীর্ষক আলোচনা সভায় গবেষনার ফলাফল প্রকাশ করা হয়।  ...
২০ ফেব্্রুয়ারি ২০১৭, বিকাল ৪ টায় একুশে বই মেলায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর উদ্যোগে ‘সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে গৃহস্থালি কাজে নারীর মূল্যায়ন করা হোক” শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইনে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।  ...
নারীর গৃহস্থালী এই কাজগুলো অবমূল্যায়িত হওয়ায় পরিবারে নারী নির্যাতন বন্ধে এখনও ইতবিাচক পরিবর্তন দেখা যাচ্ছে না। নারীর প্রতি নির্যাতন কমিয়ে আনার ক্ষেত্রে গৃহস্থালী কাজের মূলায়নের পাশপাশি পুরুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।  ৩ ডিসেম্বর, ২০১৬, রোজ শনিবার বিকেল ৪.০০ ঘটিকায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে ধানমন্ডি লেকের অভ্যন্তরে রবীন্দ্র সরোবরে “নারী নির্যাতন প্রতিরোধে গৃহস্থালী কাজের মূল্যায়ন জরুরী” শীর্ষক লিফলেট ক্যাম্পেইনে বক্তরা এই অভিমত ব্যক্ত করেন।  ...
সারা বিশ্বের সাথে বাংলাদেশের নারীরা সৃষ্টিশীল কাজে নিজেদের দক্ষতা, যোগ্যতা আর গ্রহণযোগতার প্রমাণ রেখে চলেছেন। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে নারীর সক্ষমতা বৃদ্ধি ও তাদের স্বাবলম্বী করতে দেশের উন্নয়নের মূল স্রোতধারায় নারীদের সম্পৃক্ত করতে হবে।  ৭ মার্চ ২০১৬ সকাল ১১.০০ টায় ডাব্লিউবিবি ট্রাস্ট এর কৈবর্ত সভাকক্ষে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক আয়োজিত ৮ই মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে অলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। ...