English | Bangla
তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রমোশন ও পৃষ্ঠপোষকতা বন্ধ বিষয়ক নির্দেশিকা
তামাকজাত_দ্রব্যের_বিজ্ঞাপন,_প্রমোশন_ও_পৃষ্ঠপোষকতা_বন্ধ_বিষয়ক_নির্দেশিকা.jpg
তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে সকল ধরনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ হলেও কোম্পানিগুলো বিভিন্ন কৌশলে তাদের বিজ্ঞাপন ও প্রচারণা অব্যাহত রেখেছে। ডাব্লিউবিবি ট্রাস্ট বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সচিবালয় হিসেবে দীর্ঘদিন যাবৎ মাঠ পর্যায় থেকে তামাক কোম্পানিগুলোর “তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রমোশন এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ’’ সংক্রান্ত ধারা লঙ্ঘনের তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রেরণ করছে।
 
মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ এবং আইন বাস্তবায়ন কার্যক্রম গতিশীল করার ক্ষেত্রে ও IAWER নামক একটি সুনির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। পদ্ধতিটি তামাক নিয়ন্ত্রণে বেসরকারী পর্যায়ে কার্যরতদের বিজ্ঞাপন মনিটরিং ও আইন বাস্তবায়ন বিষয়ে দিকনির্দেশনা দেবে বিধায় উক্ত পদ্ধতিটি এই নির্দেশিকায় তুলে আনা হয়েছে। বইটি ডাউনলোড করুন।
 
এই নির্দেশিকাটি তৈরীর ক্ষেত্রে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলসহ অনেক সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির পরামর্শ এবং সহযোগিতা রয়েছে। অনেকেই তাদের ব্যক্তিগত এবং পেশাগত অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ প্রদানের মাধ্যমে এই নির্দেশনাটিকে সমৃদ্ধ করেছেন। নির্দেশনাটি গ্রন্থকারে প্রকাশে সহযোগিতার জন্য ডাব্লিউবিবি ট্রাস্ট, International Union Against Tuberculosis and Lung disease (The Union) করি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০০৫ এর “তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রমোশন এবং পৃষ্ঠপোষকতা সংμান্ত ধারা বাস্তবায়নের ক্ষেত্রে এই নির্দেশিকাটি সহায়ক ভূমিকা পালন করবে।