গণপরিসরে সকলের প্রবেশগম্যতার অধিকার রয়েছে। কিন্তু ঢাকা শহরে অধিকাংশ পার্ক ও খেলার মাঠ সকলের জন্য প্রবেশগম্য নয়। পার্ক ও খেলার মাঠসমূহে সকলে একত্রিত হয়ে সামাজিকীকরণের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ সৃষ্টিতে ভূমিকা রাখে। কিন্তু বিভিন্ন কারণে কিশোরী, নারী, এবং প্রতিবন্ধী ব্যক্তিরা পার্ক ও খেলার মাঠে যান না বা যেতে পারেন না। এ গবেষণার উদ্দেশ্য হলো এ অবস্থার পেছনের কারণগুলো জানা। পাশাপাশি সকল বয়সী নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পার্ক ও খেলার মাঠে প্রবেশগম্যতার বিষয়টির প্রয়োজনীয়তা আলোচনাও এ গবেষণার উদ্দেশ্য। ডাউনলোড