ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ। একটি শ্লোগান। ১৯৯৮ সালে দেশের কিছু সমস্যার বাস্তবধর্মী সমাধানের লক্ষে মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়। সংস্থার পুরো নাম ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট সংক্ষেপে ডাব্লিউবিবি ট্রাস্ট নামে পরিচিত জীবনযাত্রার মান বৃদ্ধিতে নীতিগত সিন্ধান্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে ডাব্লিউবিবি ট্রাস্ট তামাক নিয়ন্ত্রণ, স্বাস্থ্য, পরিবেশ, নগর পরিবহণ ও পরিকল্পনা, পানির উৎস সংরক্ষণ এবং অর্থনৈতিক ও সামাজিত সমতা বিষয়ে নীতি গ্রহণে ও বাস্তবায়নে সহযোগি ভূমিকা রাখছে।
শহর মানে শুধু রাস্তা, গাড়ি এবং বিল্ডিংয়ের সমাহার নয়। মানুষের মৌলিক চাহিদাগুলোর প্রতিফলন ঘটাতে নগর পরিকল্পনায় ভূমির সঠিক ব্যবহার ও পরিবহণ পরিকল্পনায় সমন্বয় সাধন, প্রাইভেট গাড়ীর উপর নির্ভরতা কমানো এবং মিশ্র এলাকা তৈরিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
তামাক ও দরিদ্রতা শীর্ষক গ্রন্থটি ডাউনলোড করুন...