English | Bangla
তামাক নিয়ন্ত্রণ আইন
T_tamakniyontron-aien1.gif

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ জনস্বাস্থ্য উন্নয়নে সরকারের একটি বলিষ্ট পদক্ষেপ। বহুল প্রত্যাশিত এ আইন পাশে  জনমত সৃষ্টিসহ আইন প্রণয়নের বিভিন্ন প্রক্রিয়ায় তামাক নিয়ন্ত্রণে কর্মরত সংগঠনগুলো সক্রিয় অংশগ্রহণ ছিল।
তামাক বিরোধী সংগঠনগুলোআইন পাশ হওয়ায় পরবর্তী পর্যায়ে আইন বাস্তবায়ন ও আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারণা, আইন মনিটরিং এবং ধূমপানমুক্ত স্থান তৈরীতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে আসছে। সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী সংগঠনগুলো ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে আইন বাস্তবায়নে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা সহজ হয়েছে।
সময়ের সাথে আইনের দুর্বলতা ও আইন বাস্তবায়নে প্রতিবন্ধকতাগুলো এবং আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) অনুসরণ করে বিদ্যমান আইনের দুর্বলতা দূর করার লক্ষ্যে জনমত সৃষ্টি করা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, আইনজীবি, স্বেচ্ছাসেবী সংস্থা, অর্থনীতিবিদ, শিক্ষবিদ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের মাধ্যমে এই সুপারিশমালা চূড়ান্ত করা হয় যা জনস্বাস্থ্যে গ্রন্থকার এ প্রকাশ করা হল। এ প্রকাশনার শেষাংশে আইন সংশোধনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংযোজন করা হয়েছে।

বইয়ের কপি সংগ্রহের জন্য ডাউনলোড করুন-