দেশে জনসংখ্যা উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে সাথে রোগ বালাই। এ বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্য এবং চিকিৎসা দুটোই রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য সুরক্ষায় যে বিষয়গুলোর প্রতি সুনির্দিষ্টভাবে নজর কিংবা গুরুত্ব দেয়া দরকার সেটা অনেকাংশে অবহেলিত। সুস্বাস্থ্যের জন্য রোগ প্রতিরোধ সম্পর্কে পরিষ্কার ধারণা খুবই জরুরী। স্বাস্থ্য নিয়ে যখনই আলোচনা হয় তখন চিকিৎসা ব্যবস্থার আলোচনাটি প্রাধান্য পায়।
চিকিৎসা প্রতিষ্ঠান ও চিকিৎসক এর অপ্রতুলতা এবং অবকাঠামোগত দুর্বলতা তুলে ধরা হয়। রোগ প্রতিরোধের বিষয়টি উপেক্ষিত থেকেই যায়। বর্তমানে সে সকল রোগবালাই মানুষের মাঝে পরিলক্ষিত হয় তার বেশিরভাগই আসলে আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনাচারের সাথে জড়িত।
খাদ্যের ক্ষেত্রেও বিশেষত ফাস্টফুড ও কোমলপানীয় এবং প্যাকেটজাত খাবারের অবাধ বিজ্ঞাপনের আগ্রাসন মানুষের স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বাড়িয়ে দিচ্ছে।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষয়গুলো বিবেচনা নিয়ে রোগ নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রয়োজন। হাঁটা এবং বিনোদনের জন্য ইতিবাচক পরিবেশ তৈরীর মাধ্যমে অসংক্রামক রোগের প্রকোপ কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ ও সুযোগ তৈরী করতে হবে।