English | Bangla
বাংলাদেশের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধে প্রতিবন্ধকতা ও করণীয়
T_Bangladesha_tamakjat_drobber_biggapon_bondhe_protibondhokota_o_koroneo1.gif

তামাক ব্যবহার হ্রাসে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ অন্যতম কার্যকর উপায়। বিদ্যমান “ধূমপান ও তামাকজাত দ্যব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫” এ তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তামাক কোম্পানীগুলো নানাভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করে আসছে। ক্ষতিকর তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষে এর বিজ্ঞাপন নিষিদ্ধ করা জরুরী। আবার অনেক ব্যক্তি বিজ্ঞাপন নিষিদ্ধের প্রয়োজনীয়তা বিষয়ে অবহিত নয়।
এ প্রকাশনায় দেশে তামাক নিয়ন্ত্রণ আইন পাশের পূর্বে বিজ্ঞাপনের অবস্থা, আইন পাশের পর বিজ্ঞাপন অপসারণের পদক্ষেপ, আইন লঙ্ঘন করে তামাক কোম্পানীর বিজ্ঞাপন, আইনের দুর্বলতার সুযোগ এ তামাক কোম্পানীগুলো কিভাবে জনপ্রশাসনের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং এ সকল প্রভাব বন্ধে এফসিটিসির আর্টিকেল ৫.৩ ভূমিকার বিষয় আলোকপাত করা হয়েছে।
আন্তর্জাতিকভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধে বিভিন্ন দেশের অভিজ্ঞতা, এফসিটিসিতে বিজ্ঞাপন বন্ধ সংক্রান্ত নির্দেশনা এবং দেশে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধে করণীয় বিষয় বিস্তারিতভাবে সন্নিবেশিত করা হয়েছে। আমরা আশা করি এ প্রকাশনা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধে জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডাউনলোড করুন-