জনস্বাস্থ্য উন্নয়নে ও তামাকের বহুমাত্রিক ক্ষতি কমিয়ে আনতে সরকার প্রণয়ন করেছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এবং বিধিমালা ২০০৬। এ আইনকে কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২০০৭ সালে গঠন করা হয়েছে জাতীয় জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটি এবং সারাদেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে সমন্বয় করার লক্ষ্যে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল গঠন, চতুর্থবার্ষিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সরকারের বিভিন্ন পর্যায়ে (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসক-সিভিল সার্জনসহ জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা-উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ উপজেলার সরকারী কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগ, দপ্তর, অধিদপ্তর) কর্মকর্তারা নানা দিক নির্দেশনামূলক উদ্যোগ গ্রহণ করেছেন।
তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রতিনিয়ত নতুন নতুন অনেক বেসরকারী সংগঠন যুক্ত হচ্ছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে নতুন নতুন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তাদেরকে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে তামাক নিয়ন্ত্রণ তামাক নিয়ন্ত্রণ আইন, বিধিমালা, টাস্কফোর্স কমিটি সংক্রান্ত প্রজ্ঞাপন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বিভিন্ন চিঠি, নির্দেশনা, বিজ্ঞপ্তি একত্রিত করে প্রকাশ করা হচ্ছে। এ ধরণের প্রকাশনা তামাক নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের উৎসাহিত করবে বলে আমাদের বিশ্বাস।
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বইটি প্রকাশের ক্ষেত্রে আমাদের উদ্বুদ্ধ করেছেন, তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। বইটি সরকারী ও বেসরকারী পর্যায়ে তামাক নিয়ন্ত্রণে কার্যরত সকলের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
বইয়ের কপি সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন-