তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি তামাকজাত দ্রব্যের উপর কর ও মূল্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এতে একদিকে তামাক উৎপাদন, বিপনণ ও ব্যবহার নিয়ন্ত্রণ হয়, অন্যদিকে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পায়। মূল্য বৃদ্ধির ফলে তামাকের ব্যবহার ও তামাক ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পেলেও যারা ব্যবহার করবে তাদের কাছ থেকে অধিক কর পাওয়া যাবে। তামাকের মতো ক্ষতিকর দ্রব্যের ক্ষেত্রে বেশি লোক কম কর দেয়ার চেয়ে কম লোক বোশ কর দেয়াই অধিকতর গ্রহণযোগ্য। তাছাড়া আমাদের মতো উন্নয়নশীল দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর কর না বাড়িয়ে তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি করলে সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়ে না, সরকারের ভাবমূর্তী উজ্জ্বল হবে। এই বইটিতে মূলত এই বিষয়ে আলোচনা করা হয়েছে।
বইয়ের কপি সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন-