English | Bangla
ইকোসিটি
Ecocity_Bangla11.jpg

বিশ্বের যেকোন দেশের স্বাস্থ্য সচেতনতা রাষ্ট্রীয় কাজের অন্যতম বিষয় হিসাবে পরিগনিত হয়। সে দিক থেকে তাকালে আমরা দেখি যে কোন দেশের পরিবেশ ও স্বাস্থ্যরক্ষায় স্যানিটেশন ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন মানেই উন্নয়ন একটি জাতির স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিতকরন একথা স্পষ্টভাবেই বলা যায়। এক পরিসংখ্যানে দেখা গেছে, দূষিত পানি ও নিরাপদ স্যানিটেশন ব্যবহারের অভাবে বিশ্বে ৮০টির মতো পানিবাহিত রোগের বিস্তার ঘটেছে। এর মধ্যে শুধু পানিবাহিত রোগ ডায়রিয়ায় প্রতিবছর রেকর্ড পরিমান শিশুর মৃত্যু হয়। বাংলাদেশ বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম। নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার
ক্ষেত্রে বাংলাদেশ খুবই খারাপ অবস্থায় রয়েছে। এখানে একটি মানুষের পা থেকে মাথা পর্যন্ত স্যানিটেশন সংকটে রোগাক্রান্ত। এ অবস্থা থেকে পরিত্রানের জন্য জাতিসংঘ উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোর জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ১৯৮১-১৯৯০ সালকে আন্তর্জাতিক পানীয়জল সরবরাহ ও স্যানিটেশন দশক হিসাবে ঘোষণা করে বিভিন্ন ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু এর কাজের ক্ষেত্র যথাসময়ে শেষ করতে না পারায় কাজ চলেছে যথাক্রমে। যার ফলশ্রুতিতে পরবর্তী সময়ে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৯৯১-২০০০ সাল পর্যন্ত সময়কালকে দ্বিতীয় দশক হিসাবে ঘোষণা করেছিল। জাতিসংঘের ঘোষণার প্রতি সাড়া দিয়ে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মত বাংলাদেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার জন্য কাজ করছে। জাতিসংঘ ঘোষিত মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অনুযায়ী ২০১০ সাল নাগাদ সরকার দেশে শতভাগ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের ফলে জনগণ স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারে উৎসাহী হয়েছে। কিন্তু বর্তমানে যে প্রযুক্তির টয়লেট ব্যবহার হচ্ছে তা কতটা পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত এবং দীর্ঘস্থায়ী সে বিষয়টি রয়ে গেছে ধরা-ছোঁয়ার বাইরে। আমাদের দেশে মূলত স্ল্যাব টয়লেট চালু হয়েছে ১৯৭২-৭৩ সালে। বর্তমানে এ প্রযুক্তিই প্রচলিত । এ প্রযুক্তি স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে উল্লেখ যোগ্য সফলতা পেলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। এ ব্যবস্থাই যে সংকটের শেষ সীমা নয় এবং এটা যে সমস্যা সমাধানের প্রাথমিক উদ্যোগ মাত্র একথা মাথায় রেখেই এর উন্নয়নের কথা ভাবা জরুরী।

ডাউনলোড করুন