দেশের সার্বিক উন্নয়নে পরিবহণ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। পরিবহণের জন্য বিভিন্নভাবে ধরনের মাধ্যম ব্যবহার হয়ে থাকে। উপযোগী মাধ্যমে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দে চলাচলের সুবিধা থাকা প্রয়োজন। কিন্তু দেখা যায়, বর্তমানে ঢাকা শহরে যানজটের কারণে যানবাহনের মধ্যে বসে নগরবাসীর মূল্যবান সময় নষ্ট হচ্ছে। সড়কে অবাধে পার্কিং করায় জায়গা কমে যাওয়া যানজট সৃষ্টির কারণগুলোর অন্যতম। পার্কিং এর ফলে হেঁটে চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
এছাড়া পার্কিং পরিবেশ, ব্যবসা-বানিজ্য ও নগর জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। পার্কিং ও যানজট সমস্যা শুধু আমাদের দেশেই নয়, প্রায় দেশেই এ সমস্যা বিদ্যমান। তবে বিশ্বের অনেক দেশেই এই সমস্যা সমাধানে কার্যকর ও ফলপ্রসু উপায় খুজে বের করেছে, যা সকলের জন্য শিক্ষনীয়। যানজট নিয়ন্ত্রণ ও সম্পদ এবং জায়গার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পার্কিং সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান বের করা জরুরী। এ প্রকাশনায় ঢাকা শহরের পার্কিং এর মাধ্যমে সৃষ্ট সমস্যা ও বর্তমান অবস্থা তুলে ধরা হল। পাশাপাশি বিশ্বের বিভিন্নভাবে দেশের পার্কিং সমস্যা ও তার সমাধান বিষয়ে অভিজ্ঞতালব্ধ তথ্য সন্নিবেশিত হয়েছে। যা ঢাকা শহরের সুষ্ঠু পার্কিং ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে চিন্তার নতুন দিক উন্মোচনে ভূমিকা রাখবে।
ডাউনলোড করুন-
https://drive.google.com/a/wbbtrust.org/file/d/0B4DmXFq4hErZaXBmMXBFWWtKSnc/edit?usp=sharing