English | Bangla
প্লাস্টিকের ছোবল: বিপন্ন প্রকৃতি
Attack_of_Plastic_cover11.jpg

বর্তমানে আমরা স্বাভাবিক আচার-আচরণ ও প্রাকৃতিক উপাদানে তৈরি দ্রব্যাদি ত্যাগ করে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিসের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। নিজেদের স্বাভাবিক আচরণ ত্যাগ করে ডেকে আনছি মহাবিপর্যয়। আমাদের দেশের অবস্থাও  ব্যতিক্রম নয়। পরিবেশের নেতিবাচক এ পরিবর্তনের জন্য মানুষই দায়ী। আমরা যদি আমাদের পেছনের দিকে তাকাই তাহলে আমাদের ভূ-প্রকৃতি ও পরিবেশ কেমন ছিল তা অতি সহজেই বুঝতে পারবো। এই প্রকাশনাটিতে আমরা আইনের আওতাধীন সকল কার্যক্রম উল্লেখ করার চেষ্টা করেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই এটিকে নিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যাওয়া এবং পাশাপাশি পরিবেশ রক্ষায় সবার আন্তরিকতা পলিথিন ও প্লাস্টিকের দ্রব্য নিয়ন্ত্রণে সহায়ক হবে সেটাই আমাদের প্রত্যাশা।

ডাউনলোড করুন