মানুষের দৈনন্দিন জীবন-যাত্রায় যাতায়াত ব্যবস্থা খুবই জরুরী | আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে গিয়ে সুস্থ স্বাভাবিক জীবন-যাপনের মত গুরুত্বপূর্ণ বিষয়টি অবহেলিত হচ্ছে | শহরের পরিবহন পরিকল্পনায় যান্ত্রিক যানবাহনকে সর্বাধিক প্রাধান্য দিয়ে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে নগরবাসীকে যান্ত্রিক যানবাহনের উপর নির্ভরশীল করে তোলা হচ্ছে| একারনেই হাঁটার বিষয়টি একদিকে যেমন গুরুত্ব পাচ্ছে না, অপরদিকে মানুষ হাঁটার সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে | আর এ জন্য দায়ী ফুটপাত এবং রাস্তায় চলাচলের প্রতিকুল পরিবেশ | যে কোন দূরত্বে যাতায়াত করতে যান্ত্রিক যানবাহনের ব্যবহার বেড়ে চলছে প্রতিনিয়ত| শহরে বাড়তি যানবাহনের জন্য তৈরি হচ্ছে যানজট, বাড়ছে জ্বালানী নির্ভরতা, বায়ূদূষণ, শব্দদূষণ| গাছ কেটে, ফুটপাত ভেঙ্গে প্রশ্ন করা হচ্ছে রাস্তা, নির্মাণ করা হচ্ছে ফ্লাইওভার | আর এসব কারণে দিনে দিনে বসবাসের অযোগ্য হয়ে উঠছে নগরী | এই অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজন হাঁটার উপযোগী পরিবেশ গড়ে তোলা | যেখানে মানুষ নগর জীবনের ব্যস্ততার সাথে তাল মিলিয়েই হাঁটার প্রতি আগ্রহী হবে |
বইয়ের কপি সংগ্রহের ডাউনলোড করুন-