সারা পৃথিবীতে তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তামাক কোম্পানীগুলো নানাভাবে প্রভাব বিস্তার করছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশের আরো অধিক অগ্রণী ভূমিকা পালনের সুযোগ থাকলেও কোম্পানিগুলোর হস্তক্ষেপ ও প্রভাবের ফলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হচ্ছে। এছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি আইনে কিছু প্রতিবন্ধকতা থাকায় তামাক নিয়ন্ত্রণে আশানুরূপ ফলাফল অর্জন করা সম্ভব হচ্ছে না। এর মূল কারণ কোম্পানির হস্তক্ষেপ।
জনস্বাস্থ্য উন্নয়নে তামাক নিয়ন্ত্রণকে আরো অধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি কোম্পানীগুলোর হস্তক্ষেপ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। দেশে এবং আর্ন্তজাতিক পর্যায়ে তামাক নিয়ন্ত্রণে হস্তক্ষেপের তথ্য, জাতীয় আইনে প্রতিবন্ধকতাসৃষ্টিকারী ধারাসমুহ চিহ্নিতকরণ এবং এর প্রেক্ষিতে সৃষ্ট সমস্যা থেকে উত্তোরণে নির্দেশনা প্রদানের লক্ষ্যে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট্রের উদ্যোগে তামাক কোম্পানির হস্তক্ষেপ, তামাক নিয়ন্ত্রণে প্রধান প্রতিবন্ধকতা” শীর্ষক একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত পড়ুন