English | Bangla
ধানমন্ডি মাঠ দখলমুক্তের আহ্বান

ধানমন্ডি মাঠ দখলমুক্তের আহ্বান

হাইকোর্টের রায় বাস্তবায়ন করে অবিলম্বে ধানমন্ডি মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র নেতৃত্বে ধানমন্ডি মাঠের সামনে নাগরিক সমাবেশ করেছে পরিবেশবাদী, সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন।

সমাবেশে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, আদালতের নির্দেশনা অমান্য করে কিভাবে একটি মহল মাঠটি দখল করে রেখেছে, তা আমাদের কাছে একটি বড় প্রশ্ন। তিনি জনস্বার্থ বিরোধী এই ধরণের কার্যক্রম বন্ধ করতে এবং জনগনের মাঠ জনগনকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, কোন ক্লাব বা ব্যক্তি স্বার্থে ধানমন্ডি মাঠ নয়, এই মাঠের মালিক জনগন। অনতিবিলম্বে মাঠের ভিতর সকল নির্মাণ কাজ বন্ধ করে মাঠটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য ছেড়ে দিতে হবে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু বলেন, এই মাঠটি সকল খেলোয়ার, এলাকাবাসী ও সাধারণ জনগনের। এখানে যে কেউ ইচ্ছে হলেই প্রবেশ করবে, খেলাধুলা করবে, বেড়াবে এটাই স্বাভাবিক। তাই এই মাঠ কোন ভাবেই একক মহলের স্বার্থে ব্যবহৃত হতে পারে না।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের সাথে মাঠ রক্ষায় এলাকাবাসীও আজ সোচ্চার। আমরা আশাবাদী জনগনের মাঠ জনগন অবশ্যই ফিরে পাবে।

সমাবেশ থেকে বেশকিছু দাবি তুলে ধরা হয়। ধানমন্ডি মাঠের ভিতরে সকল স্থাপনা নির্মাণ বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে, আদালতের নির্দেশনা মেনে মাঠটি সকলের জন্য উন্মুক্ত করতে হবে, ধানমন্ডি ক্লাব বা শেখ জামাল ক্লাব লিঃ সহ সকল বেআইনী দখলদারদের মাঠ উন্নয়নের নামে অধিকার বহির্ভূত ও স্ব-ঘোষিত কার্যকলাপ বন্ধ করতে হবে, বেআইনী দখলদারদের শাস্তির আওতায় আনতে হবে, মাঠের ব্যবস্থাপনায় এলাকাবাসী ও ক্রিড়াবিদদের সম্পৃক্ত করতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাপা সাধারণ সম্পাদক আবদুল মতিন, জাতীয় পরিষদ সদস্য স্থপতি মোবাশ্বের হোসেন, যুগ্ম-সম্পাদক আলমগীর কবির, নারীনেত্রী খুশী কবির, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, মোঃ আশরাফুল, বাপা’র যুগ্মসম্পাদক স্থপতি সালমা এ শফি প্রমুখ।

এছাড়াও এই সমাবেশে অংশ নেয় গ্রীণ ভয়েস, সবুজ পাতা, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ডব্লিউবিবি ট্রাস্ট, ঢাকা যুব ফাউন্ডেশন, আদি ঢাকাবাসী ফোরাম, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার্স এসোশিয়েশন, সিডাস, সেবা, পিস, উন্নয়ন ধারা ট্রাস্ট, পরিবর্তন চাই, আইন ও সালিস কেন্দ্র, সেন্টার ফর আরবান স্টাডিজ, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, সুন্দর জীবন, বিআইপি, সুজন, ব্লু প্ল্যানেট ইনিশিয়াটিভ, সিটিজেন রাইটস মুভমেন্ট, বারসিক, জাতীয় অধুমপায়ী ফোরাম, সার্চ স্কেটিং ক্লাব, ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট (ডেন), মাস্তুল, রক্ত সৈনিক, মেঘ রোদ্দুর খেলাঘর আসর, ছাত্র ইউনিয়নসহ পরিবেশবাদী ও সামাজিক সংগঠন।

http://www.atntimes.com/archives/118241