রাজধানীতে দৈনিক একজন পথচারী নিহত হয়
রাস্তা পারাপারে অসতর্কতার কারণে রাজধানীতে প্রতিদিন একজন করে পথচারী নিহত হয়। পথচারীবান্ধব ফুটপাত ও পর্যাপ্ত জেব্রা ক্রসিংয়ের অভাব, যানবাহনের অবৈধ পার্কিং ও অন্যান্য প্রতিবন্ধকতার কারণে প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার কবলে পড়ছে। আইন অমান্য করে বেপরোয়া গাড়ি চালানোর পাশাপাশি পথচারীদের অসতর্কতাও এর জন্য দায়ী। more: http://www.banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDEzXzA4XzIyLTEwNS01MDc4NA==