পরিবেশ সংরক্ষণ আইন, জলাশয় সংরক্ষণ আইনসহ প্রায় দুইশত আইন থাকলেও কোন একক সংস্থার কাছে বাস্তবায়নের ক্ষমতায় না থাকায় জলাশয় দূষণ ও দখল প্রতিরোধ করা যাচ্ছে না। কোন কোন ক্ষেত্রে আইনের বাস্তবায়ন শিথিলভাবে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কোন বাস্তবায়নই হচ্ছে না। এছাড়া দখল ও দূষণকারীদের রাজনৈতিক সম্পৃক্ততার কারণেও সরকারি প্রতিষ্ঠানগুলো প্রায়শ আইন বাস্তবায়নে বাধার সম্মুখীন হয়। তাই ঢাকাসহ সারাদেশের পুকুর, লেক, খাল, নদী, জলাশয় রক্ষায় রাজনৈতিক অঙ্গীকার ও একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নে স্বতন্ত্র প্রতিষ্ঠান করা দরকার। ভারতের সেন্টার ফর সাইন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সিএসই) এবং বাংলাদেশের ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট-এর যৌথ উদ্যোগে গতকাল ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী সেমিনারে এসব আলোচনা হয়।
ঢাকার জলাশয় শিরোনামের দিনব্যাপী আলোচনাসভায় বুয়েটের অধ্যাপক অধ্যাপক ড. সারওয়ার জাহানের সভাপতিত্বে বিআইপি-এর সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান, ডাব্লিউবিবি ট্রাস্ট-এর উপদেষ্টা দেবরা ইফরমসন ও সিএসই’র সহ কর্মসূচি ব্যবস্থাপক সুস্মিতা সেনগুপ্তা, বুয়েট-এর অধ্যাপক ড. মফিজুর রহমান, পবা-এর সহকারী সম্পাদক মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, বিশ্বস্বাস্থ্য সংস্থার হেলদি সেটিংস কর্মসূচির সমন্বয়ক এএফএম খালিদ হাসান, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন এর সদস্য সচিব মিহির বিশ্বাস, বুয়েট-এর সহকারী অধ্যাপক ড. আনিকা ইউনুস, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং-এর কর্মকর্তা ড. আসিফ জামান, বাপা’র সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন-এর আহবায়ক ইবনুল সাঈদ রানা ও সদস্য সচিব মশিউর রহমান রুবেল, রিভারাইন পিপল-এর আহবায়ক শেখ রোকন প্রমুখ অংশগ্রহণ করেন।
Source: http://www.mzamin.com/details.php?nid=MjQwMTI=&ty=&s=19&c=