অবশেষে ধানমন্ডি লেকের পানি পরিষ্কার
ধানমন্ডি লেক পার্কে ঘুরতে আসা মানুষের দ্বারা যত্রতত্র প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য ও ব্যবহৃত পণ্যসামগ্রীর প্যাকেট, ময়লা-আবর্জনা ফেলার কারণে লেকের পানি দূষিত হচ্ছে এবং তলানিতে জমে জলাবদ্ধতা তৈরি করছে। এছাড়া ভূগর্ভস্থ পানি রিচার্জও বাধাগ্রস্ত করছে। পানি সঙ্কট মোকাবেলায় পানির উৎস নষ্ট করা থেকে জরুরি থাকা বিরত। সামপ্রতিক সময়ে ধানমিন্ড লেকে ময়লা ফেলার জন্য পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। লেকের পানি দূষণের হাত রক্ষা করতে ময়লা-আবর্জনা ফেলতে ডাস্টবিন ব্যবহার করতে হবে। জনসাধারণের মাঝে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে ডবিস্নউবিবি ট্রাস্ট এর আয়োজনে তিনদিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার।
বিস্তারিত: http://www.djanata.com/index.php?ref=MjBfMDJfMDhfMTNfMV85XzFfMTkxNTU=