ডাব্লিউবিবি ট্রাস্টের আবাসন ব্যবস্থা-
ডাব্লিউবিবি ট্রাস্টের আবাসন ব্যবস্থায় অতিথিদের স্বল্প ও দীর্ঘ সময় থাকার জন্য একটি আদর্শ জায়গা। এছাড়াও বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্যও এবং অবসর সময় ঢাকায় বেড়াতে চায় এমন ব্যক্তির জন্য ভাল জায়গা।
ধারণক্ষমতা মোট ৫০ জন
ব্যক্তিগত রুম
এই রুমে মাঝারি আকারের একক বিছানার ব্যবস্থা রয়েছে। এছাড়াও সম্পূর্ন বাড়ির পরিবেশের মত খাবারের ব্যবস্থা, রান্নাঘর, বাথরুম, টেলিভিশন এবং ইন্টারনেট এর ব্যবস্থা রয়েছে।
ডরমেটরি
এই রুমে একক বিছানা, রান্নাঘর, সাধারণ স্থান, বাথরুম এবং ইন্টারনেট সংযোগ এর ব্যবস্থা রয়েছে।
সাইকেল সুবিধা
ঢাকা শহর ঘুরে দেখার জন্য সাইকেল এর ব্যবস্থা রয়েছে।