২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন পাস হবার পর থেকে গণমাধ্যমে সরাসরি বিজ্ঞাপন বন্ধ হয়; তামাক নিয়ন্ত্রণের জন্য খুবই ইতিবাচক। কিন্তু এ আইন হবার তামাক কোম্পানিগুলো নানাভাবে আইন ভঙ্গ করে চলেছে। বিশেষ করে, নাটক-সিনেমায় ধূমপানের দৃশ্য প্রচারের হার বেড়ে গেছে। নাটক-সিনেমায় ধূমপানের দৃশ্য তরুণ প্রজন্মকে নেশায় ধাবিত করছে। মনে রাখতে হবে ধূমপানের নেশার পর অনেক তরুণ মাদকের নেশায় জড়িয়ে পড়ে। তাই মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে, মাদকমুক্ত সমাজ গড়তে নাটক-সিনেমায় ধূমপানের দৃশ্য নিষিদ্ধ করে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা প্রয়োজন।