বর্তমান নগর জীবনে যানজট নিত্যদিনের সমস্যা। প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত যানজট বিস্তৃত। যানজটের কারণে বসে থাকা যানবাহনের দিকে তাকালে গণপরিবহনের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি নজরে পরে। তাছাড়া রাস্তার পাশে পার্কিং করা গাড়ির কারণে রাস্তার পরিধি ছোট হয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় যানজট আরো তীব্র আকার ধারণ করে। সুতরাং একথা বলা ভুল হবে না যে, ব্যক্তিগত গাড়ি যানজটের একটি প্রধান কারণ। যানজটের কবলে পড়ে মানুষের অনেক মূল্যবান সময় নষ্ট হচ্ছে। পানি, বিদ্যুৎ, বেকারত্ব, অপুষ্টিসহ অন্যান্য মারাত্মক সমস্যাকে পিছনে ফেলে যানজট সমস্যা এখন প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। অথচ ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে সহজেই যানজট নিয়ন্ত্রণ সম্ভব।
ব্যক্তিগত গাড়ির কারণে আমাদের নগর জীবন বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের জন্য জায়গার, জ¦ালানি এমনকি রক্ষণাবেক্ষণে অধিক অর্থ প্রয়োজন। অথচ ব্যক্তিগত গাড়ি আমাদেরকে দিচ্ছে যানজট, যার ফলে সময়ের অপচয় হয়। শব্দ দূষণ, বায়ু দূষণ, জ¦ালানি অপচয়, জলবায়ুর বিপর্যয় এমনকি ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থেকে আমরা ক্ষতির সম্মূখিন হচ্ছি শারিরীক ও মানসিক ভাবে।
ব্যক্তিগত গাড়িকে জায়গা দিতে গিয়ে আমরা হারিয়ে ফেলছি আমাদের মাঠ, পার্ক, বিনোদন কেন্দ্র, উন্মুক্তস্থান। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা সকলেই, হারিয়ে ফেলছি সামাজিকীকরনের স্থান। সড়ক আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিসর এবং এতে গাড়ির নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। তাই এলাকার কিছু রাস্তা ২/৩ ঘন্টার জন্য গাড়ি চলাচল বন্ধ করে মানুষের জন্য উন্মুক্ত করে খেলাধূলা ও সামাজিকীকরণের ব্যবস্থা করা যেতে পারে। এ বিষয়ে গত ১৮ জানুয়ারী ২০২৩, বুধবার, বিকাল ৫ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে ছায়াতল বাংলাদেশের সংস্থার সভাকক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।