দরিদ্র ব্যক্তি তামাক ও তামাকজাত দ্রব্যের জন্য তার আয়ের ৪.৫% অর্থ ব্যয় করে, প্রতিদিন তামাকজাত পণ্য ক্রয়ে সর্বনিম্ন ৮ টাকা ব্যয় করে। এজন্য তাদের তামাকজাত পণ্য ব্যবহার থেকে দূরে রাখতে বিড়ি-সিগারেট এর দাম বৃদ্ধি করা উচিত। তামাকজাত পণ্যের উপর উচ্চমূল্যে করারোপ করলে তামাকজাত পণ্যের ব্যবহার কমে যাবে। যা দেশের দারিদ্রতা হ্রাসে বিশেষ অবদান রাখবে। তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ করতে তামাক ও তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধির দাবিতে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ২৪ জানুয়ারী ২০১০ তারিখে সেমিনারের আয়োজন করে।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডা. মোস্তফা জামান, দি হাঙ্গার প্রজেক্টের পরিচালক ও সুজন এর সচিব ডা. বদিউল আলম মজুমদার , বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি ডা. আবু আবিদ প্রমূখ।