ঢাকা শহরে শিশুদের খেলাধূলার যথেষ্ট সুযোগ না থাকায় তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এলাকার অভ্যন্তরে কম ব্যস্ত সড়কে নির্দিষ্ট সময় গাড়ি চলাচল বন্ধ রেখে বা নিয়ন্ত্রণ করে খেলাধূলা ও সামাজিকীকরণের সুযোগ সৃষ্টির মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। মোহাম্মদপুর বাবর রোডের বি-ব্লকে গাড়িমুক্ত সড়ক এলাকাবাসীর খেলাধূলা ও সামাজিকীকরণে ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
আজ ২২ জানুয়ারি ২০২৩, বিকাল ০৩:০০ টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের সার্বিক সহযোগিতায় হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা, ছায়াতল বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে মোহাম্মদপুর হাউজিং এস্টেট, বাবর রোড বি-ব্লকে গাড়িমুক্ত সড়ক আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। সপ্তাহের প্রতি শনিবার বিকাল ৩.০০ থেকে ৫.০০ টা পর্যন্ত গাড়িমুক্ত সড়ক আয়োজনে দাবা-লুডু-ক্যারাম-দড়ি লাফ-ব্যাডমিন্টন, ছবি আঁকা, কারুকাজ শিখানোসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে।
গাড়িমুক্ত সড়ক কার্যক্রমের উদ্বোধন করেন আয়োজনের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী এর সভাপতিত্বে এবং সহকারি প্রকল্প কর্মকর্তা মোঃ মিঠুন এর সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন সাহিনুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ ওয়ালিউল্লাহ লিটন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ রবিন, সাধারণ সম্পাদক, ৩২ নং ওয়ার্ড ছাত্রলীগ, ছায়াতল বাংলাদেশের মহাসচিব শাহিনূর আক্তার, এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন বলেন, শিশুরা খেলাধূলার সুযোগ পেলে তাদের মস্তিষ্ক সক্রিয় হওয়ার মাধ্যমে সুষ্ঠু মেধাবিকাশ ঘটে। গাড়িমুক্ত সড়কের মাধ্যমে বাড়ির কাছে খেলাধূলার সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা এলাকাবাসীর খেলাধূলা ও সামাজিকীকরণে উল্লেখযোগ্য ভ‚মিকা রাখবে। এ কার্যক্রমটি সফল হলে ওয়ার্ডের আরো বিভিন্ন সড়কে গাড়িমুক্ত সড়কের আয়োজন করবো।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমান বলেন, ২০১৬ সালে প্রথম বাংলাদেশে সরকারিভাবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের উদ্যোগে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন হয়ে আসছে। বর্তমানে রায়েরবাজার ও মোহাম্মাদীয়া হাউজিং সোসাইটিতে গাড়িমুক্ত সড়ক আয়োজিত হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে আমরা এলাকাভিত্তিক সামাজিকীকরণের সুযোগ তৈরির পাশাপাশি ব্যক্তিগত গাড়ির বিভিন্ন অসুবিধা, যেমন- যানজট, দূষণ, দুর্ঘটনা ইত্যাদি বিবেচনায়, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি।
ছায়াতল বাংলাদেশের মহাসচিব শাহিনূর আক্তার বলেন, আমরা শিশুদের লেখাপড়ার সুযোগ সৃষ্টিতে কাজ করছি। শিশুদের সুষ্ঠু বিকাশ নিশ্চিতে আমরা গাড়িমুক্ত সড়ক আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছি। এ কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসী উপকৃত হবে বলে আমাদের বিশ্বাস।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী বলেন, সড়ক আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণপরিসর। কিন্তু ব্যক্তিগত গাড়ির আধিক্যে তা বোঝার উপায় নেই। গাড়িমুক্ত সড়ক আয়োজনের মাধ্যমে আমরা সড়কে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। আমাদের শহরে শিশুদের খেলাধূলার যথেষ্ট সুযোগ নেই। এ ধরণের কার্যক্রম শিশুদের বিকাশে ভূমিকা রাখবে এবং তাদের মধ্যে নের্তৃত্বের বিকাশ ঘটবে। ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক গাড়িমুক্ত সড়ক আয়োজনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের আহ্বান জানাই।