কৃষক ও ভোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের আওতায় ঢাকা মহানগরে এলাকাভিত্তিক কৃষকের বাজার স্থাপনের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ খাদ্যের সহজলভ্যতার পাশাপাশি কৃষকদের জন্য পণ্যের সঠিক মূল্যপ্রাপ্তি নিশ্চিত হবে। এলাকাভিত্তিক কৃষকের বাজার স্থাপনের কার্যক্রমের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬টি কৃষকের বাজার স্থাপিত হচ্ছে। ইতোমধ্যে ৪টি কৃষকের বাজার স্থাপিত হয়েছে। আজ খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণের পঞ্চম কৃষকের বাজারটি উদ্বোধন হলো।
আজ ৪ নভেম্বর ২০২২ সকাল ৮.০০টায় নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডে কৃষকের বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের উত্তর গেট ও আনসার হেড কোয়ার্টারের মাঝের রাস্তায় আয়োজিত কৃষকের বাজারে প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত রূপগঞ্জ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাইকৃত ১০ জন নিরাপদ চাষী তাদের উৎপাদিত সবজি এবং ফলমূল বিক্রি করবেন।
কৃষকের বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল ২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমানের সঞ্চালনায় এবং ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুল আলমের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসন-১, ১১, ১২ এর কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার নিহারঞ্জন রায়, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমান ময়না, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী। আয়োজনে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, ৩ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান, ঢাকা সিটি ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল রহমান শহীদ, পল্লীমা সংসদের সভাপতি মোশারফ হোসেন এবং স্থানীয় এলাকাবাসী।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল ২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র শেখ ফজলে নূর তাপসের নের্তৃত্বে ঢাকা দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে একটি করে বাজার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বাজারগুলোতে কৃষকের বাজারের জন্য একটি কর্ণার প্রদান করা যেতে পারে। এর মাধ্যমে বাজারটি টেকসই হবে। বাজার থেকে সৃষ্ট বর্জে্যর কারণে এলাকাবাসীকে যেন দুর্ভোগ পোহাতে না হয়, সেদিকে কাউন্সিলর এবং আয়োজকদের খেয়াল রাখতে হবে।
ঢাকা দক্ষিণের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুল আলম বলেন, এলাকাবাসীর নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক গৃহীত একটি পরীক্ষামূলক কার্যক্রম। এটি সফল ও টেকসই করতে আমাদের সহযোগিতা থাকবে। এখানে যেন কৃষকদের পরিবর্তে কোন ব্যবসায়ী বা মধ্যস্বত্বভোগী সবজি বিক্রি করতে না পারে সে বিষয়ে আমাদের নিয়মিত তদারকি থাকবে। পাশাপাশি বাজারটিতে যেন কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে কাউন্সিলর কার্যালয় থেকে সহযোগিতা প্রদান করা হবে।
সংরক্ষিত আসন-১,১১,১২ এর কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বলেন, খিলগাঁও এলাকায় কৃষকের বাজার কার্যক্রমটি সফল হবে বলে আমাদের বিশ্বাস। বাজার পরিচালনার কমিটিকে মান ও দাম নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সচেতন হতে হবে।
রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার নিহারঞ্জন রায় বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বর্তমানে নিরাপদ ও জৈব পদ্ধতিতে সবজি চাষে জোর দিয়েছে। যে কৃষকদের এ কার্যক্রমের আওতায় বাছাই করা হয়েছে, তারা সকলে নিরাপদভাবে সবজি চাষ করে এবং উপজেলা কৃষি অফিসের নিয়মিত মনিটরিং এ থাকে। কাজেই আমরা খাদ্যের মানের নিশ্চয়তা দিতে পারি।
নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমান ময়না বলেন, নিরাপদ খাদ্য প্রাপ্তি ঢাকা শহরের বাসিন্দাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কৃষকের বাজার এক্ষেত্রে আমাদের জন্য একটি স্বস্তি। বাজারটি সফলভাবে পরিচালনায় এলাকাবাসীর পক্ষ থেকে সহযোগিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষকদের প্রতি অনুরোধ তারা যেন মানসম্পন্ন পণ্য বিক্রি করেন।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, কৃষকের সঠিক মূল্য প্রাপ্তি ও ভোক্তার নিরাপদ খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মহোদয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীদারদের সহযোগিতায় আমরা কৃষকের বাজার স্থাপন করেছি। বাজারটি পরিচালনার ক্ষেত্রেও সকলের সহযোগিতা প্রত্যাশা করি।