সড়ক একটি গুরুত্বপূর্ণ গণপরিসর। কিন্তু বর্তমান ঢাকা শহরে ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখে সে কথা বোঝার কোন উপায় নেই। শিশুদের খেলাধূলার পর্যাপ্ত জায়গা নেই, কিন্তু আমরা গাড়ির জন্য অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিতভাবে জায়গা দিয়ে যাচ্ছি। সড়কে মানুষের অধিকার পুন:প্রতিষ্ঠিত করার এখনই সময়। এক্ষেত্রে শহরের বিভিন্ন সড়কে, গাড়িমুক্ত সড়ক আয়োজনের মাধ্যমে অর্থাৎ, নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ রেখে তা শিশু-কিশোর-নারী-বয়োবৃদ্ধসহ সকল এলাকাবাসীর খেলাধূলা ও সামাজিকীকরণের জন্য উন্মুক্ত করে দেয়া একটি সময়োপযোগী সমাধান। ২৬ ফেব্রুয়ারি ২০২২ সকাল ১১.০০ টায় পল্লীমা সংসদ, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), খিলগাঁও সামাজিক সংস্থা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত ‘এলাকাভিত্তিক সামাজিকীকরণে গাড়িমুক্ত সড়ক’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
আয়োজনে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ)-এর সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার। সভায় আরো বক্তব্য রাখেন পল্লীমা সংসদের সভাপতি আসাদুর রহমান নাসিম, নাসফ-এর মো: নজরুল ইসলাম, মো: কামালউদ্দীন, মার্শাল আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আতিক মোর্শেদ, পল্লীমা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নিলাঞ্জনা রিফাত সুরভিসহ আরো অনেকে।
বক্তারা বলেন, সড়কে ব্যক্তিগত গাড়িকে অধিক প্রাধান্য দেয়ার ফলে যানজট, দূর্ঘটনা, জ্বালানী ব্যয়, বায়ু ও শব্দ দূষণসহ বিভিন্ন সমস্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যা পক্ষান্তরে নগরবাসীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। আমাদের শহরে পর্যাপ্ত গণপরিসর নেই, শিশু-কিশোররা খেলাধূলা-সামাজিকীকরণের সুযোগ থেকে বঞ্চিত। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের থেকে বেশি মূল্য দিচ্ছি গাড়িকে, যা আমাদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। ব্যক্তিগত গাড়ির নানাবিধ সমস্যার কথা বিবেচনায় বোগোতা, স্যান ফ্রান্সিসকো, জাকার্তা, লন্ডন, ভ্যানকুভারসহ বিশ্বের বিভিন্ন শহরে, যেমন- কলম্বিয়ার, গাড়ি নিয়ন্ত্রণ এবং গাড়িমুক্ত সড়ক আয়োজনের বিষয়টিকে গুরুত্ব দেয়া হচ্ছে।
বক্তারা আরো বলেন, ঢাকা শহরে গণপরিসরের সংখ্যা অত্যন্ত অপ্রতুল। ব্যক্তিগত গাড়ির অধিক ব্যবহার সড়কের মতো গণপরিসর নগরবাসীর থেকে কেড়ে নিচ্ছে। গাড়ির পার্কিং সুবিধা দিতে গিয়ে মানুষ হারাচ্ছে আবাসন ও বিনোদনের সুযোগ। ফলে শিশু-কিশোর-নারী-বয়স্ক মানুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থা বিবেচনায় ঢাকাতেও ইতোমধ্যে মানিক মিয়া, মোহাম্মদী হাউজিং সোসাইটি, উত্তরা সোনারগাঁ জনপথ সড়কে গাড়িমুক্ত সড়কের আয়োজন করা হয়েছে। আমরা খিলগাঁও এলাকাতেও এলাকাবাসীর সামাজিকীকরণ এবং খেলাধূলার সুযোগ সৃষ্টির জন্য গাড়িমুক্ত সড়ক আয়োজন করতে চাই। এলাকাবাসী আলোচনার মাধ্যমে খিলগাঁও মাটির মসজিদ সংলগ্ন রাস্তায় গাড়িমুক্ত সড়ক আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন।