আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের উদ্যোগে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ শে নভেম্বর শংকর ও তার আশেপাশের এলাকায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধকরণ আরও একটি প্রচারণা কর্মসূচি পরিচালনা করা হয়। বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত শংকর ও তার আশেপাশের এলাকায় তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ আইন ২০০৫ বিধি সংক্রান্ত লিফলেট বিতরণ সহ গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করি। এসময় শংকর বাসস্ট্যান্ড ও তার আশেপাশের এলাকার সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রি করে এমন বেশ কয়েকটি দোকানে পরিদর্শন করি। আমরা তাদের ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করি এবং তামাক কোম্পানীর সকল বিজ্ঞাপন খুলে ফেলার অনুরোধ করি ।
উক্ত ক্যাম্পেইনে বিক্রেতারা ইতিবাচক সাড়া দেন এবং তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রতারা দোকানে সুসজ্জিত তামাক কোম্পানীর সকল প্রকার স্টিকার, পোস্টার, ছাপানো কাগজ, খালি সিগারেটের প্যাকেট শোভিত বক্স সহ সকল বিজ্ঞাপন সামগ্রী স্বতঃস্ফূর্ত ভাবে বিনষ্ট করে।
এসময় তারা তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ সংক্রান্ত আইনটির বিষয়ে জানতে চাইলে সে বিষয়ে তাদের বুঝানো হয় এবং আইনটি লঙ্ঘন করলে জরিমানরা বিষয়েও তাদের সচেতন করা হয়। এসময় আশেপাশের অন্যান্য বিক্রেতাদের আমরা লিফলেট বিতরণ করি এবং বিজ্ঞাপন নিষিদ্ধ বিষয়ে সচেতন করি।